নিষ্ক্রিয় সমাজ
প্রকাশিত : ০৪:২৭ পূর্বাহ্ণ, ১৫ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার ৯০২ বার পঠিত
তৌফিকুল ইসলাম
সমাজের সক্রিয়তা,এখন কেবলই মুখে ।
যত টুকু সক্রিয়তা চুষে নেবার তরে ।
দেবার বেলায় শূন্য হাতে,
অজস্র কথা বমন করে।
সমাজের প্রতি সমাজ পতিদের
দায়দায়িত্ব খাতা-কলমে পরিপূর্ণ।
দায়িত্ব পালনের কোটায় কেবলই শূন্য।
বিপদগ্রস্তের সান্তনা,উপদেশ
দেবার নেই কোন কমতি।
সাহায্য-সহযোগিতার বেলায়,
সমাজ কংস মামার ভক্তি ।
কে না খেয়ে আছে,কার ঘরে বিবাহ যোগ্য কন্যা আছে,তাতে নেই কোনো সমাজের মাথা ব্যাথা।
আছে তখনই বিচার চোরের জরিমানা ।
কথা আছে তখনই,
যখন কন্যার বয়স পঁচিশের উর্দ্ধে।
কি জানি ফষ্টিনষ্টি করে নাকি,
তা না হলে কি বিয়ে হতো না।
অথচ,যখন এক বেলা না খেয়ে দিন পার হত । সমাজের চোখ নাহি যেত।
তবুও সমাজ আছে,
থাকবেই কেবলই সন্তনা উপদেশের তরে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।