সোমবার ২৭ মার্চ ২০২৩, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

নিজের বোল্ড ছবি নিয়ে যা বললেন নিপুণ

প্রকাশিত : ০৭:২৯ পূর্বাহ্ণ, ১৮ মার্চ ২০২৩ শনিবার ১৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মঙ্গলবার মধ্যরাতে ফেসবুকে বোল্ড অবতারে নিজের একটি ছবি পোস্ট করেন চিত্রনায়িকা নিপুণ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা কোনো ছবিতে এমন লুকে নিপুনকে তেমন একটা দেখা যায়নি। ফলে তার বোল্ড ছবি দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।

শর্ট গাউন পরা সেই ছবিটি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘গুড নাইট।’ সেই পোস্টের নিচে অনেকেই নানারকম মন্তব্য করেছেন। তাদের মধ্যে অন্যতম একজন চিত্রনায়ক ওমর সানী। তিনি বিস্ময় প্রকাশ করে লেখেন, ‘বুঝলাম না’।

অনেক প্রশ্নের পর অবশেষে নায়িকা জানালেন, এটি তার নতুন একটি সিনেমার স্ক্রিন টেস্টের ছবি।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় দেশের নতুন ওটিটি প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিপুণ। সেখানেই তার কাছে সেই ফটোশুট সম্পর্কে জানতে চান সংবাদকর্মীরা। জবাবে নিপুণ বলেন, মাসখানেক আগে কলকাতায় এই ফটোশুট করেছিলাম। একটি সিনেমার জন্য স্ক্রিন টেস্ট দিয়েছি। চরিত্র অনুযায়ী শুট করেছিলাম। এই ছবি তখনকার।

তবে সেই সিনেমা নিয়ে আপাতত মুখ খুলতে চাননি তিনি। নিপুন বলেন, আমার বলা বারণ আছে। সারপ্রাইজ হিসেবে থাকুক।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT