শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ ‘কোথায় থাকব, কে আশ্রয় দেবে জানি না’ ◈ সিরিজ জয়ে চোখ বাংলাদেশের ◈ চাকরি জীবনে একবার গুরুদণ্ড পেলে ওসি হতে পারবেন না ◈ পাহাড়ে ফলের নতুন ভান্ডার ◈ সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ভারতের ◈ মোহাম্মদপুরের গ্যাং প্রধানসহ গ্রেপ্তার ৪২ ◈ সৌদিতে নারী যাত্রীদের জন্য বিশেষ সেবা আনছে উবার ◈ নিউইয়র্ক সিটির মেয়র পদে গত মাসে ডেমোক্রেটিক প্রাইমারিতে জয়ী হয়েছেন জোহরান মামদানি। এটি শহরটির অনেক মানুষের জন্য আনন্দের খবর হলেও কপালে উদ্বেগের ভাঁজ পড়েছে আবাসন ব্যাবসায়ীদের। তারা ক্ষতির ঝুঁকি দেখছেন। এরই মধ্যে এ নিয়ে মুখ খুলেছেন খাতসংশ্লিষ্ট অনেকে। তারা বলছেন, পরিবর্তনশীল এ সময়ে গ্রাহকরা ঝুঁকি নিতে চাচ্ছেন না; তারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন। নিউইয়র্কে আবাসন ব্যবসার ব্রোকার জে বাত্রা জানান, তাঁর ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ম্যানহাটানে লাখ লাখ ডলারের সম্পত্তির দুই পৃথক ক্লায়েন্ট বাত্রাকে জানিয়েছেন, তারা নিউইয়র্কের রাজনৈতিক পরিস্থিতি আমলে নিয়ে সতর্কতার সঙ্গে লেনদেন করতে চান। বাত্রার উদ্ধৃতি দিয়ে গতকাল সোমবার সিএনএনের প্রতিবেদনে বলা হয়, অনেক ধনী ও বিলাসবহুল ক্রেতা একটু বেশি সতর্ক হয়ে উঠেছেন। মামদানি যত বেশি জনপ্রিয়তা অর্জন করছেন, ততই তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। অনেককে বলতে শোনা যাচ্ছে– ‘হায়, শহরটি কোথায় যাচ্ছে!’ ৩৩ বছর বয়সী গণতান্ত্রিক সমাজতান্ত্রিক মামদানি গত জুনের শেষ দিকে নিউইয়র্কের মেয়র প্রাইমারিতে জয়লাভ করেন। এর পর থেকে বেশ কয়েকজন পেশাদার আবাসন ব্যবসায়ী সিএনএনকে জানান, উচ্চস্তরের ক্রেতারা তাদের সিদ্ধান্ত গ্রহণ বন্ধ করতে শুরু করেছেন। মামদানির প্রস্তাবিত নীতিগুলোর সম্ভাব্য প্রভাব সম্পর্কে অনিশ্চিত। তারা আরও বলেন, মামদানির জয়ের ফলে তাঁর রাজনীতির সঙ্গে একমত না হওয়া নিউইয়র্কের কিছু ধনী বাসিন্দা শহর ত্যাগের পরিকল্পনা ত্বরান্বিত করেছেন। মামদানি ১০ লাখ ডলারের বেশি আয়কারী নিউইয়র্কের বাসিন্দাদের ওপর ২ শতাংশ হারে কর আরোপের প্রস্তাব করেছেন। তাঁর কাছে আবাসন প্রস্তাবের একটি তালিকাও আছে, যার মধ্যে রয়েছে– ভাড়া স্থির করার প্রতিশ্রুতি, ব্যাপক পাবলিক হাউজিং নির্মাণ ও সংস্কার এবং কঠোর তদারকি। মার্কিন গণমাধ্যমটি বলছে, মামদানি মেয়র হলেও তাঁর প্রস্তাবগুলো বাস্তবে পরিণত নাও হতে পারে। এর অনেক কারণ রয়েছে। তবুও তাঁর প্রাথমিক জয় বাত্রার কিছু ক্লায়েন্টকে আতঙ্কিত করে তুলেছে। কেউই আসলে তাদের কর বাড়ুক, এমনটা চান না। নিউইয়র্ক সিটি বিশ্বের অন্যতম বিলাসবহুল আবাসন বাজারের আবাসস্থল। এটি এমন একটি জায়গা, যেখানে ঝলমলে বিলাসবহুল টাওয়ারের লোকেরা শ্রমিক শ্রেণির বাসিন্দাদের পাশাপাশি বাস করেন। এ শ্রমজীবী শ্রেণির মানুষ ক্রমবর্ধমান ভাড়া ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে তাল মেলাতে লড়াই করছেন। শহরের আবাসন খাতের অবস্থা চরম। নিউইয়র্ক শহরের আপার ইস্ট সাইড এলাকার বাসিন্দাদের বিভিন্ন ফেসবুক গ্রুপ যাচাই করে সিএনএন জানাতে পেরেছে, ওই এলাকার বাসিন্দারা বেনামে মামদানির প্রাথমিক জয়ের পর শহর ছেড়ে যাওয়ার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। কিন্তু এখনও এসব গল্প কাল্পনিক। যুক্তরাষ্ট্রে রাজনৈতিক ফল পছন্দ না হলে স্থানান্তরিত হওয়ার হুমকি দেওয়ার একটি দীর্ঘকালীন ঐতিহ্য রয়েছে। মামদানির আবাসন ও অর্থনৈতিক প্রস্তাবগুলো এমন এক সময়ে এসেছে, যখন নিউইয়র্কের ভাড়া ক্রমাগত বাড়ছে। রিয়েলেটর ডটকমের মতে, এ বছরের প্রথম প্রান্তিকে শহরে গড় চাওয়া ভাড়া ছিল ৩ হাজার ৩৯৭ ডলার, যা এক বছরের আগের তুলনায় ৫ দশমিক ৬ শতাংশ বেশি। এটা ২০২০ সালের শুরু থেকে ১৮ শতাংশ বেশি। বাত্রা জানান, কিছু ক্লায়েন্ট যারা ভাড়া আয়ের জন্য ছোট অ্যাপার্টমেন্ট ভবন কেনার পরিকল্পনা করছিলেন, তারা এখন প্রস্তাবিত ভাড়া স্থগিত করার কারণে পুনর্বিবেচনা করছেন। নিউইয়র্কের এ পরিস্থিতির সুবিধা পেতে পারে যুক্তরাষ্ট্রেরই ফ্লোরিডা অঙ্গরাজ্য। সেখানে আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত অনেকে জানিয়েছেন, নিউইয়র্ক ছেড়ে আবারও ফ্লোরিডায় আসতে পারেন অনেকে। এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে। ◈ মামদানির জয়ে নিউইয়র্কের আবাসন খাতে আতঙ্ক ◈ বিটকয়েনের ইতিহাসে রেকর্ড দাম

নিজস্ব আ.লীগ গড়ছেন এমপি রিমন

প্রকাশিত : ০৮:০৫ পূর্বাহ্ণ, ৬ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার ১৪৯ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নিজের মতো করে আওয়ামী লীগ বানাচ্ছেন এমপি রিমন। এমনই অভিযোগ তার নির্বাচনি এলাকা বরগুনা-২ (বামনা-বেতাগী-বরগুনা)-এর আওয়ামী লীগ নেতাকর্মীদের। পরপর তিনবার এমপি থাকলেও দলের ত্যাগী-পরীক্ষিত মূলধারাকে নিজের দিকে টানতে পারেননি তিনি। যে কারণে নিজস্ব বলয় তৈরি করতে আলাদা আওয়ামী লীগ গড়ার উদ্যোগ। এমপি রিমন অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। পদ-পদবি ধরে রেখে যারা দলকে কুক্ষিগত করতে চায়, তারাই এসব কথা ছড়াচ্ছে বলে পালটা অভিযোগ তার। এমপি রিমনকে ঘিরে আওয়ামী লীগে চলমান এই বিভক্তির পাশাপাশি এখানকার বিএনপিও ভালো নেই। সাংগঠনিক শক্তি অনেকটাই তলানিতে। তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দলটি। সাবেক এমপি নূরুল ইসলাম মনির আনাগোনায় প্রাণ ফিরতে শুরু করেছে দলে। তবে কমিটি গঠন প্রক্রিয়ায় পদ বাণিজ্যের অভিযোগ উঠেছে।

রাজাকারপুত্র রিমনকে আজও মেনে নেননি নেতাকর্মীরা : পুরো নাম শওকত হাচানুর রহমান রিমন। একসময় ছিলেন ইউনিয়ন পরিষদ এবং পাথরঘাটা উপজেলার চেয়ারম্যান। ২০০৪ সালে যোগ দেন আওয়ামী লীগে। শুরু থেকেই দলে তার যোগদানের বিষয়টি মানতে পারেননি বরগুনা-২ আসনের আওয়ামী লীগ নেতারা। কারণ, তার বাবা বরগুনা জেলা শান্তি কমিটির সভাপতি খলিলুর রহমান ছিলেন কুখ্যাত রাজাকার। মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের লোক আর মুক্তিযোদ্ধাদের পাখির মতো গুলি করে মেরেছেন তিনি। বহু মুক্তিযোদ্ধা আর আওয়ামী লীগারদের বাড়িঘর জালিয়েছেন নিজ হাতে। যে কারণে ২০১৩ সালে প্রথম যখন উপনির্বাচনে মনোনয়ন পান রিমন, তখনই ক্ষোভে ফেটে পড়েছিল সেখানকার মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। এরপর ২০১৪ ও ২০১৮-এর নির্বাচনেও দলের মনোনয়ন পান তিনি। এই দুবারও তার মনোনয়নের বিরুদ্ধে ক্ষোভ-বিক্ষোভ হয় সেখানে। যদিও সেই বিক্ষোভের প্রতি খুব একটা গুরুত্ব দেয়নি কেন্দ্র। এমপি নির্বাচিত হওয়ার পর নানাভাবে বিতর্কে জড়ান রিমন। কথায় কথায় সরকারি কর্মকর্তা-কর্মচারী এমনকি দলীয় নেতাকর্মীদের মারধর, বিরোধপূর্ণ জমি কিনে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দখল এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের মামলায় জড়িয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের ঘটনায় বারবার সংবাদের শিরোনাম হন তিনি। সালিশি বৈঠকের নামে নারীদের মারধর এমনকি নারীর মাথায় মানব আবর্জনা ঢালার ঘটনাও ঘটান এই আওয়ামী লীগ নেতা। মুক্তিযুদ্ধের সপক্ষের দলের এমপি হয়েও বিএনপি-জামায়াতের লোকজনকে গুরুত্ব দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পাথরঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল খালেক বলেন, ‘জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলাম কি একজন রাজাকারপুত্র আওয়ামী লীগের এমপি হবে সেটা দেখার জন্য? আমাদের হৃদয়ে ১০ বছর ধরে রক্তক্ষরণ। নেত্রীর সিদ্ধান্ত মেনে এতদিন চুপ ছিলাম। রিমনকে নয়, ভোট দিয়েছি নৌকায়। কিন্তু এবার আর তা হবে না। তাকে আবার মনোনয়ন দিলে ব্যাপক বিক্ষোভ হবে।’

পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনি মন্ডল বলেন, ‘আমার বিশ্বাস বাবা খলিল রাজাকারের অসমাপ্ত কাজ সমাপ্ত করার এজেন্ডা নিয়ে আওয়ামী লীগে এসেছেন রিমন। আওয়ামী লীগের লোকজন এবং মুক্তিযোদ্ধাদের সমূলে বিনাশ করার কাজ করছেন তিনি। তাকে যদি আবারও দলীয় মনোনয়ন দেওয়া হয়, তাহলে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।’

নিজস্ব আওয়ামী লীগ গড়ার অভিযোগ : বামনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হারুন অর রশিদ বলেন, ‘গত ১০ বছরে এমপি রিমন আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। এখানে এখন চলছে রিমন লীগ তৈরির কার্যক্রম। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সপক্ষে যারা আছেন, তাদের প্রতিই তার সব বিদ্বেষ। সে তার রাজাকার বাবার এজেন্ডা বাস্তবায়ন করছে। তাকে যদি আবার মনোনয়ন দেওয়া হয়, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা গণপদত্যাগ করবে।’

উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জমাদ্দার বলেন, ‘মূলধারার আওয়ামী লীগ এখানে কোণঠাসা। হাইব্রিড আর বিএনপি-জামায়াতের লোকজন দিয়ে আলাদা দল গড়ছেন এমপি রিমন। টানা ১০ বছরেও নিজেকে আওয়ামী লীগের একনিষ্ঠ প্রমাণ করতে না পেরে এখন তিনি তার সংসদ-সদস্যের ক্ষমতা ব্যবহার করে হাইব্রিড কমিটি গঠন করে কেন্দ্রে দেখাতে চাইছেন তার সমর্থন।’ পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন বলেন, ‘এই উপজেলায় বিএনপি-জামায়াত এবং নৌকার বিরোধিতাকারীদের দিয়ে কমিটি করার মিশন নিয়েছেন রিমন। তিনি চান নিজের লোকজন দিয়ে পকেট কমিটি করে কেন্দ্রে অবস্থান জাহির করতে।’ উপজেলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাফিজুর রহমান সোহাগ বলেন, ‘বাবা যখন রাজাকার ছিল এমপি রিমন ছিলেন অনেক ছোট। আওয়ামী লীগে যোগ দেওয়ার পর ভেবেছিলাম তার পরিবর্তন হয়েছে। কিন্তু না, তিনি আওয়ামী লীগ ধ্বংস করার মিশন নিয়ে এসেছেন। এখন তৈরি করছেন রিমন লীগ।’ বেতাগী সদর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগের সাবেক সভাপতি লুৎফর রহমান খান বলেন, ‘আওয়ামী লীগের মূলধারার বিপরীতে এমপি রিমন এখন বিএনপি-জামায়াত দিয়ে বি-টিম তৈরি করছেন।’

যা বললেন এমপি রিমন : দলীয় নেতাকর্মীদের এসব অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন এমপি রিমন। তিনি বলেন, এগুলো অপপ্রচার। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দুই উপজেলায় কমিটি গঠন হয়েছে। পাথরঘাটার কমিটি নিয়ে খানিকটা জটিলতা রয়েছে। সেখানে যারা পদ-পদবিতে আছেন, তারা পদ ছাড়তে চান না। কেন্দ্রের নির্দেশনাও মানছেন না। আমি চাইছি সেখানে কমিটি করতে। এ কারণেই তারা আমার নামে অপপ্রচার করছে। দলের প্রতি আনুগত্য এবং বিশ্বস্ত না হলে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পরপর তিনবার দলীয় মনোনয়ন দিতেন না।’ বিএনপি-জামায়াতের লোকজনকে গুরুত্ব দেওয়া এবং নৌকার বিরোধিতাকারীদের দিয়ে কমিটি করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোন কমিটিতে একজনও এ ধরনের লোক আছে, সেটা তারা প্রমাণ করুক। আমি নিজে আওয়ামী লীগ করি এবং কমিটিও আওয়ামী লীগের লোকজন দিয়েই হয়েছে।’

নতুন করে মাঠে বিএনপি : বরগুনা-২ আসনে বলতে গেলে কখনোই শক্ত অবস্থানে ছিল না বিএনপি। ১৯৮৪ সালে নির্বাচনি এলাকা গঠিত হওয়ার পর ৩৮ বছরে মাত্র দুইবার এখানে এমপি হয়েছেন দলটির প্রার্থী। তাও আবার যারা নির্বাচিত হয়েছিলেন, তারা দুজনেই ছিলেন ধার করে আনা নেতা। স্বতন্ত্র হিসাবে পরপর দুবার এমপি হওয়া নূরুল ইসলাম মনি ২০০১ সালে বিএনপিতে যোগ দিয়ে তৃতীয়বারের মতো এমপি হন। এর আগে ১৯৮৬ সালে গোলাম সরোয়ার হিরু এমপি হলেও পুরোপুরি বিএনপির ছিলেন না তিনি। এরপর এখানে দলীয় মনোনয়নে নির্বাচন করে হেরে যান জাতীয় পার্টি থেকে বিএনপিতে আসা প্রয়াত খন্দকার মাহবুব হোসাইন। মূলত মাহবুব হোসাইনের সময়েই বরগুনা-২ আসনে সবচেয়ে বেশি দুর্বল হয় বিএনপি। বর্তমানে এখানে দলীয় মনোনয়ন চাইছেন সাবেক এমপি নূরুল ইসলাম মনি, অ্যাডভোকেট সগির হোসেন লিয়ন, জাকির খান এবং মনিরুজ্জামান মনির। তাদের মধ্যে স্থানীয় পর্যায়ে জনসমর্থন ও সাংগঠনিক ভিত প্রশ্নে সবার চেয়ে এগিয়ে মনি। দল নির্বাচনে গেলে নির্বাচন করবেন-এমন মনোভাবে এলাকায় যোগাযোগও বাড়িয়েছেন। নূরুল ইসলাম মনিকে কেন্দ্র করে এখানে বিএনপির নেতাকর্মীরাও চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর। তবে নির্বাচনি এলাকায় থাকা তিন উপজেলায় সম্প্রতি বিএনপির যেসব আহ্বায়ক কমিটি হয়েছে, তা নিয়ে রয়েছে অভিযোগ। অর্থ বাণিজ্যের মাধ্যমে এসব কমিটির পদ বিক্রি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে জেলা কমিটির বিরুদ্ধে। জেলার নেতারা অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলম ফারুক মোল্লা বলেন, ‘বিএনপির মতো একটি বড় দলে নেতা হওয়ার মতো যোগ্য অনেকেই থাকেন। সবাইকে তো আর পদ-পদবি দেওয়া সম্ভব হয় না। তাছাড়া বর্তমানে আহ্বায়ক কমিটি করেছি আমরা। এই কমিটির কলেবর খুবই ছোট। যারা পদ-পদবি পাননি, তারা এসব মিথ্যা অভিযোগ করছেন। যখন পূর্ণাঙ্গ কমিটি হবে, তখন এ ধরনের অভিযোগ আর আসবে না। বরগুনায় বিএনপি আগের তুলনায় অনেক শক্তিশালী। এখানে দলে কোনো বিভেদ কিংবা অনৈক্য নেই।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT