নন্দীপাড়ায় নেই সুয়ারেজ সিস্টেম, খাল যেন মশার প্রজনন ক্ষেত্র
প্রকাশিত : ০৪:১২ পূর্বাহ্ণ, ১৫ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার ৬১৪ বার পঠিত
মশার ভয়াবহ উপদ্রব আর রাস্তার খানা-খন্দে জর্জরিত ঢাকার ৭৪ নং ওয়ার্ডের পশ্চিম নন্দীপাড়া। নেই কোনো সুয়ারেজ সিস্টেম। সম্প্রতি সিটি করপোরেশনের অধীনে আসায় এখনো গড়ে ওঠেনি ভালো কোনো স্কুল-কলেজ ও স্বাস্থ্য কমপ্লেক্স। নেই খেলার মাঠও। যদিও এলাকার কাউন্সিলর বলছেন নাগরিক সুবিধা নিশ্চিতো করতে কাজ করছেন তিনি।
সিটি করপোরশনের আওতায় এলেও গ্রাম-বাংলার পরশ যেন এখনও ছাড়তে পারেনি পশ্চিম নন্দীপাড়া। দেখা মেলে বাঁশের সাঁকো ও ডোবা-নালার।
ঘনবসতিপূর্ণ এই এলাকার মাঝ দিয়ে বয়ে গেছে জিরানী খাল। অযত্নে থাকা এই খাল মশার লালন-পালন করছে পরম যত্নে। যার অত্যাচারে অতিষ্ঠ এখানকার মানুষ।
প্রায় এক লাখ মানুষ বসবাসের এই এলাকায় ওয়াসার তিনটি পানির পাম্প থাকলেও সচল মাত্র একটি পাম্প। ফলে মাসে দু-এক বার পানির জন্য হাহাকার থাকে এই এলাকায়।
তবে সব ধরনের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেন ৭৪ নং ওয়ার্ডের অভিভাবক আবুল কালাম আজাদ। তিনি জানান ওয়ার্ডটি নতুন হওয়ায় সব কাজ শুরু করতে হচ্ছে নতুন করে। ওয়ার্ডটিকে আরো সুন্দর করে তুলতে সরকারের পাশাপাশি জনগণের সাহায্যও চাইলেন কাউন্সিলর।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।