নতুন করে ফের চোট, দেশে ফিরলেন তামিম
প্রকাশিত : ০১:৫১ অপরাহ্ণ, ৭ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার ৫৯ বার পঠিত
নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) কোয়ালিফায়ার ম্যাচের আগেই দেশে ফিরে আসতে হলো বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে। কারণ নতুন করে ফের চোটে পড়েছেন তিনি।
ইপিএলের এলিমিনেটর ম্যাচে তামিমরা মাঠে নেমেছিলেন কাঠমান্ডু কিংস একাদশের বিপক্ষে। সে ম্যাচে জয়লাভ করলেও আঙুলে চোট পান তামিম। চোটের পর আঙুল ফুলে গেছে এই বাঁহাতি দেশ সেরা ওপেনারের। তাই ঝুঁকি না নিয়ে দেশে ফিরে এসেছেন তিনি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।