রবিবার ১৬ মার্চ ২০২৫, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

দুমকিতে ধর্ষক গ্রেফতার

প্রকাশিত : ০৫:৩৫ পূর্বাহ্ণ, ২ মার্চ ২০২৫ রবিবার ১৯ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দুমকিতে প্রেমের ফাঁদে ফেলে গার্মেন্টসকর্মীকে ধর্ষণের অভিযোগে শাহীন হাওলাদার (৪৩) ওরফে কসাই শাহীন নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার দুমকি আনন্দ বাজার সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা শ্রীরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা রহিম হাওলাদারের ছেলে পীরতলা বাজারের মাংস ব্যবসায়ী শাহীনের সঙ্গে একই লেবুখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গার্মেন্টসকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্ক চলছিল। এ সম্পর্কের জেরে বিয়ের প্রলোভনে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে।

গত ২৬ ফেব্রুয়ারি রাতেও শারীরিক সম্পর্ক করে। ওইদিন বিয়ের জন্য বেশ চাপ দিলে শাহীন অস্বীকার করে দ্রুত চলে যান এবং সকল যোগাযোগ বন্ধ করে দেন।

গত ২৮ ফেব্রুয়ারি সকালে শাহীনকে খুঁজতে উপজেলার আনন্দবাজার এলাকায় গেলে তিনিসহ তার স্ত্রী শারমিন (৩০) ও ছেলে মিয়াদ (১৮) মিলে ওই নারীকে পিটিয়ে জখম করে রাস্তায় ফেলে রাখেন।

পরে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ব্যাপারে ওই নারী বাদী হয়ে অভিযুক্ত শাহীনসহ তিনজনের বিরুদ্ধে ধর্ষণ ও নারী নির্যাতন আইনে মামলা করেন। ওই মামলায় শাহীনকে কোর্টে চালান দেওয়া হয়।

দুমকি থানার ওসি মো. জাকির হোসেন মামলার সত্যতা স্বীকার করে অভিযুক্ত আসামিকে কোর্টে চালান করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT