দুই মামলায় ফের ৭ দিনের রিমান্ডে মামুনুল হক
প্রকাশিত : ১২:২৫ অপরাহ্ণ, ২৬ এপ্রিল ২০২১ সোমবার ২০৮ বার পঠিত
নাশকতার দুই মামলায় হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।
মামুনল হকের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ২০২০ সালের মোহাম্মদপুর থানায় ভাঙচুর ও নাশকতার একটি মামলায় গত ১৯ এপ্রিল তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড আজ শেষ হওয়ায় সকালেই তাকে আবারও আদালতে হাজির করে পুলিশ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।