বুধবার ১৮ জুন ২০২৫, ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুই দফা কমে ফের বাড়ল স্বর্ণের দাম

প্রকাশিত : ০৭:২৯ পূর্বাহ্ণ, ২৪ মার্চ ২০২৩ শুক্রবার ১২৪ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দুই দফা কমানোর পর দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা বাড়ানো হয়েছে। এতে এই মানের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৯৭ হাজার ৬২৮ টাকা।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তাতে বলা হয়, শুক্রবার থেকে এই নতুন দাম কার্যকর করা হবে।

এর আগে ২১ মার্চ সব থেকে ভালো মানের স্বর্ণের ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়। তার এক দিন পর ২২ মার্চ ভালো মানের স্বর্ণের ভরিতে আরও ১ হাজার ১৬৭ টাকা কমানো হয়, ২৩ মার্চ থেকে কার্যকর হওয়ার কথা। এই দুইদিনে মোট ২ হাজার ৩৩৩ টাকা কমানো হয়। কিন্তু আজ বিকালেই আবার বাড়ানো হলো স্বর্ণের দাম।

এদিকে ২১ ও ২২ মার্চ দাম কমানোর আগে ১৮ মার্চ এক লাফে সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে রেকর্ড ৭ হাজার ৬৯৮ টাকা বাড়ানো হয়। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম গিয়ে ঠেকে ৯৮ হাজার ৭৯৪ টাকায়। ১৯ মার্চ থেকে এই দাম কার্যকর হয়েছিল।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT