শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

‘দিন: দ্য ডের’ টিকিট পাচ্ছে না দর্শক, বাড়ানো হচ্ছে শো: অনন্ত জলিল

প্রকাশিত : ১০:২২ অপরাহ্ণ, ১৪ জুলাই ২০২২ বৃহস্পতিবার ১২৩ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পবিত্র ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ঢাকাই চলচ্চিত্রে নতুন ধারায় নির্মিত আলোচিত সিনেমা ‘দিন: দ্য ডে’। দেশের শতাধিক সিনেমা হলে ছবিটি মুক্তি পেয়েছে প্রাথমিকভাবে। ছবিটি ইতোমধ্যে দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বিদেশেও এই ছবি মুক্তি দেওয়া হবে।

‘দিন: দ্য ডে’ ছবিটি দেখতে গিয়ে দর্শক টিকিট পাচ্ছেন না, তাই সিনেপ্লেক্সগুলোতে শো বাড়ছে বলে মন্তব্য করেছেন ছবিটির নায়ক ও প্রযোজক অনন্ত জলিল।

বৃহস্পতিবার গণমাধ্যমকে অনন্ত বলেন, ‘সিনেপ্লেক্সগুলো দর্শকের ঢল সামলাতে পারছে না। এ কারণে সিনেপ্লেক্সের সনিত ও অন্যান্য শাখাতে একটা করে স্ক্রিন বাড়ানো হচ্ছে।’

‘দিন: দ্য ডে’ সিনেমায় অনন্ত জলিল আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। যিনি বিভিন্ন সন্ত্রাসগোষ্ঠী দমনে অভিযানে অংশ নেন। অনন্ত বলেন, ঈদের দিন থেকেই আমি হলে হলে ঘুরছি। শত শত দর্শক টিকিট না পেয়ে ফেরত গেছেন। এটা কষ্টের। তবে শোয়ের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে আমাকে জানিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

এদিকে এক ভক্তের ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার বগুড়ায় গেছেন অনন্ত জলিল। স্ত্রী বর্ষাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে চড়ে দুপুরে বগুড়ার কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের কালিপাড়া ইসমাঈল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে নামেন অনন্ত জলিল।

গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে অনন্ত জলিল লেখেন, ‘প্রিয় বন্ধুগণ আমার একজন ভক্ত যার নাম রানা, যে কি না প্রতিবন্ধী রানা হিসেবে পরিচিত। সে আমার প্রথম সিনেমা খোঁজ: দ্য সার্চ দেখার পর থেকে আমার সঙ্গে দেখা করার জন্য নানাভাবে চেষ্টা করে আসছে।আমি তাকে কথা দিয়েছিলাম আমাদের দিন: দ্য ডে সিনেমাটি যখন রিলিজ হবে তখন আমি তার সঙ্গে দেখা করতে তার গ্রামের বাড়িতে যাব।’

ওই ভক্তের কথা রাখতেই বগুড়ায় গেছেন তিনি। স্ত্রীকে নিয়ে অনন্ত বগুড়া পৌঁছাতেই উৎসুক জনতা তাদের দেখার জন্য ভিড় জমায়। সেই সঙ্গে অনন্ত-বর্ষা দম্পতির সঙ্গে সেলফি তুলতে হুমরি খেয়ে পড়েন ভক্তরা।এ সময় দর্শক ও ভক্তদের উদ্দেশে অনন্ত বলেন, প্রতিবন্ধী রানার চিকিৎসার সম্পন্ন দায়িত্ব নিলাম। তাকে থাইল্যান্ডে পায়ের চিকিৎসা করা হবে। সে আমার প্রিয় ভক্ত। একইসঙ্গে অনুষ্ঠানের খরচ বাবদ নগদ দুই লাখ টাকা প্রদান করেন।

পাশাপাশি একসঙ্গে বিকাল ৩টায় বগুয়ার মধুবন সিনেপ্লেক্স ‘দিন: দ্য ডে’ সিনেমা দেখতে দর্শক ও ভক্তদের আমন্ত্রণ জানান অনন্ত।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা। বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা। ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস। মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও। পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান। ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ। বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি। নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে। সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন। প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT