তুষারপাতে বিপর্যস্ত গ্রিস
প্রকাশিত : ১২:১৩ অপরাহ্ণ, ২৪ ফেব্রুয়ারি ২০২১ বুধবার ১২৩ বার পঠিত
ভারী তুষারপাতে বিপর্যস্ত গ্রিস। টানা দু’দিনের তুষারপাতে বরফের চাদরে ঢেকে গেছে রাজধানী এথেন্স’সহ পুরো দেশ।
জানা গেছে, দেশটিতে এবারের এই তুষারপাত বিগত ১২ বছরের মধ্যে সবচেয়ে বেশি।
ভারী রাস্তাঘাট ঢাকা পড়েছে তিন/চার ইঞ্চি পুরু বরফের নিচে। বিঘ্নিত হচ্ছে যান চলাচল। প্রবল তুষারপাতে অনেক এলাকায় ঘরবন্দি হাজারো মানুষ।
এদিকে দক্ষিণ-পূর্ব উপকূলের দ্বীপগুলোতে বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। জনসাধারণকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।
করোনাকালীন সময়ে হঠাৎ আবহাওয়ার পরিবর্তনের ফলে মহামারী পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।