তুর্কি ড্রোনের নতুন রেকর্ড
প্রকাশিত : ০৬:০৪ অপরাহ্ণ, ২৪ জুন ২০২২ শুক্রবার ১৪৯ বার পঠিত
উড্ডয়নের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে তুরস্কের অত্যাধুনিক আকিন সি-১ ড্রোন।
দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা বুধবার জানায়, ড্রোনটি উচ্চতায় ওঠার নতুন এ রেকর্ড গড়েছে।
তুর্কি ড্রোন বিশেষজ্ঞ বায়কার এক বিবৃতিতে বলেছেন, আকিন সি-১ ড্রোনটি ৪৫ হাজার ১১৮ ফুট বা ১৩ হাজার ৭১৬ মিটার উচ্চতা দিয়ে উড্ডয়নের রেকর্ড গড়েছে।
৭৫০ হর্স পাওয়ার ক্ষমতার দুই ইঞ্জিনবিশিষ্ট বাইকিতার আকিন সি-১ বি তৃতীয়বার এ ধরনের রেকর্ড গড়ল।
২০২১ সালের জুন থেকেই এ ড্রোন নিয়ে গবেষণা চলছে। সম্প্রতি এটি টানা ২০ ঘণ্টা ২৩ মিনিট উড়ে রেকর্ড গেড়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।