তুরস্কের সেই ‘সম্ভাব্য সামরিক অভিযানের’ বিরুদ্ধে রাশিয়া!
প্রকাশিত : ১০:৫৬ অপরাহ্ণ, ১৫ জুন ২০২২ বুধবার ১১৪ বার পঠিত
সিরিয়ায় আরেকটি সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান।
তার নির্দেশের পর সিরিয়ায় অভিযান চালানোর জন্য প্রস্তুতি শুরু করেছে তার্কিস সেনারা।
তবে সিরিয়ায় তুরস্কের সম্ভাব্য সামরিক অভিযানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে রাশিয়া।
বুধবার রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ বিষয়টি নিয়ে কথা বলেছেন।
মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, তুরস্কের সম্ভাব্য সামরিক অভিযান সিরিয়ায় কোনো স্থিতিশীলতা আনবে না।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি না এই বিশেষ অভিযান সিরিয়ায় কোনো স্থিতিশীলতা আনতে সহায়ক হবে।
তবে তুরস্কের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের অবশ্যই ব্যবস্থা নিতে হবে। কারণ যুক্তরাষ্ট্র এবং রাশিয়া তাদের দেওয়া কথা ভঙ্গ করেছে।
২০১৯ সালে তুরস্ক অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও রাশিয়া কথা দিয়েছিল তারা কুর্দিস ওয়াইপিজি মিলিশিয়া জঙ্গীদের তুরস্কের সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে সরিয়ে দেবে। কিন্তু তারা সেটি করেনি।
তুরস্ক দাবি করেছে, তুরস্কের সীমান্তের সঙ্গে লাগোয়া ওয়াইপিজে জঙ্গীদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলো থেকে তুরস্কের ওপর হামলার পরিমাণ বেড়েছে।
এর আগে বুধবার সিরিয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ল্যাভেরেন্তইয়েভ বলেছেন, তুরস্কের অভিযানের কারণে অস্থিতিশীলতা বাড়তে পারে এবং পরিস্থিতি ঘোলাটে করে দিতে পারে।
এর আগে গত ২৪ মে সামরিক অভিযান চালানোর কথা জানিয়েছিলেন এরদোগান।
সূত্র: আল আরাবিয়া
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।