তীব্র গরমে গলে গেল ট্রেনের সিগন্যাল বাতি!
প্রকাশিত : ১০:০৯ অপরাহ্ণ, ২০ জুলাই ২০২২ বুধবার ১০০ বার পঠিত
পুরো ইউরোপজুড়ে বয়ে যাচ্ছে তাপ প্রবাহ। এর মারাত্বক প্রভাব পড়েছে যুক্তরাজ্যেও।
তীব্র দাবদাহের কারণে যুক্তরাজ্যের রেল যোগাযোগে বিঘ্ন ঘটেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, ট্রেনের একটি সিগন্যাল বাতির ওপরের অংশ গলে গেছে। সিগন্যাল বাতিটি কিংস ক্রস এবং পিটারবোরোর মাঝে অবস্থিত।
তীব্র তাপের কারণে রেল লাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ট্রেন চলাচলে সমস্যা দেখা দিয়েছে।
দাবদাহের প্রভাবের বিভিন্ন ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাচ্ছে। একটি ভিডিওতে দেখা যায়, পূর্ব লন্ডনের একটি গ্রামের বেশ কয়েকটি বাড়ি দাবানলের আগুনে পুড়ে গেছে।
আরেকটি ভিডিওতে দেখা যায়, হাইওয়ের পাশের একটি বন দাবানলের আগুনে জ্বলছে।
এদিকে যুক্তরাজ্য তাদের ইতিহাসে এবারই প্রথমবার সর্বোচ্চ তাপমাত্রা দেখেছে। মঙ্গলবার দেশটির তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠে।
সূত্র: এনডিটিভি
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।