তার মতো উদ্ভাবনী উদ্যোক্তার বড় অভাব
প্রকাশিত : ০৫:০৭ অপরাহ্ণ, ১৩ জুলাই ২০২২ বুধবার ১০৩ বার পঠিত
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বেসরকারি খাতের স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে নিতে হলে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলামের মতো সাহসী উদ্যোক্তার অনেক বেশি প্রয়োজন। কিন্তু বাস্তবতা হলো, এ ধরনের সাহসী ও উদ্ভাবনী উদ্যোক্তার বড় অভাব। হাতেগোনা কিছু বড় উদ্যোক্তা দেশে মৌলিক শিল্প স্থাপনে এগিয়ে এসেছেন। তার মধ্যে নুরুল ইসলাম অন্যতম।
তিনি আরও বলেন, নুরুল ইসলাম ব্যাংকিং খাতে ঋণের সুদের হার কমিয়ে সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার ব্যাপারে দীর্ঘ সময় ধরে জোরালো ভূমিকা রেখেছেন। অবশেষে গত বছরের এপ্রিল থেকে সেটি কার্যকর হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, এর সুফল সব উদ্যোক্তাই এখন ভোগ করছেন। সুদের হার কমার ফলে দেশে শিল্প স্থাপন ও ব্যবসা-বাণিজ্যের খরচ কিছুটা হলেও কমেছে।
কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, অনেক সাহস নিয়ে তিনি বিনিয়োগ করেছেন। তিনি শিল্প খাতের একজন অনুকরণীয় উদ্যোক্তা হয়ে থাকবেন। যমুনা ফিউচার পার্ক প্রতিষ্ঠা করে তিনি দুঃসাহসের পরিচয় দিয়েছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।