ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেলকে বাসের চাপা, নিহত ২
প্রকাশিত : ১২:১০ অপরাহ্ণ, ১০ মে ২০২১ সোমবার ১১৭ বার পঠিত
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় যাত্রীবাহী একটি মিনিবাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। সোমবার (১০ মে) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনায় নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
নিহত দুই ব্যক্তির বিষয়টি নিশ্চিত করে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আলমগীর হোসেন জানান, সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মহাসড়কের পুখুরিয়া থেকে মরদেহটি দুটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি দুটি উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।