ঢাকাকে সবুজ স্বপ্নের নীড় রচনা করবে নতুন প্রজন্ম : শারমীন এস মুরশিদ
প্রকাশিত : ০৯:৩০ পূর্বাহ্ণ, ৯ ডিসেম্বর ২০২৪ সোমবার ২৩ বার পঠিত
রোববার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা , বরেণ্য শিক্ষাবিদ বাঙালির মনোন ও মানষের আলোকবর্তিকা অধ্যাপক মরহুম সারোয়ার মুরশিদ এর ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ এর পিতার কবর জিয়ারত করেন।
এ সময় পরিবারের পক্ষ থেকে, ব্রতী সংস্থার পক্ষ থেকে এবং নাগরিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের কবরে পুষ্প স্তবক অর্পণ করেন। এরপর উপদেষ্টা তার ‘মা’ মরহুমা বেগম নূরজাহান মুরশিদ এর কবর জিয়ারত করেন এবং পুষ্প স্তবক অর্পণ করেন। উপদেষ্টা তার মা এবং বাবার কবরে দাঁড়িয়ে আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করেন ।
সন্ধ্যায় তিনি হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বাংলা বসতি নামে এক আরম্ভর পূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় বলেন, পরিবেশ সম্মত আবাসন কেবল প্রকৃতির কল্যাণ সাধনে নয়, আমাদের স্বাস্থ্যকর শারীরিক ও মানসিক বিকাশেও সহায়ক ।
একটি মাস্টারপ্ল্যানের আওতায় পুরো কমিউনিটি গড়ে উঠছে বলে একটি অনন্য সাধারণ সামাজিক প্রতিবেশও গড়ে উঠতে পারে এ প্রকল্পে যা, আমাদের আগামী প্রজন্মের বেড়ে ওঠায় দারুন ভূমিকা পালন করবে এবং ঢাকাকে একটি সবুজ স্বপ্নের নীড় রচনা করবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।