ট্রেন চালু হলেও ভোগাচ্ছে শিডিউল বিপর্যয়
প্রকাশিত : ০৬:৫৩ পূর্বাহ্ণ, ৩০ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার ২২ বার পঠিত
সরেজমিনে স্টেশনে গিয়ে কথা হয় আরাফাত নামের এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয় হচ্ছে। তারপরও স্বস্তির খবর ট্রেন চলাচল শুরু হয়েছে, এটা স্বাভাবিক থাকলেই আমরা যাত্রীরা খুশি।
আজিজুল হাকিম নামের আরেক যাত্রী বলেন, আমি জামালপুর যাওয়ার জন্য স্টেশনে আসি। তবে শিডিউল বিপর্যয়ের কারণে প্রায় একঘণ্টা স্টেশনে বসে থাকতে হয়েছে। শিডিউল বিপর্যয়ের কারণে আমার মতো বহু যাত্রী ভোগান্তিতে পড়েছেন। তবে আশা করছি, এই ভোগান্তি দ্রুত নিরসন হবে।
রেলওয়ে রানিং স্টাফ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ময়মনসিংহ কেওয়াটখালী শাখার অতিরিক্ত সম্পাদক মো. হানিফ বলেন, কর্তৃপক্ষের আশ্বাসের পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি মাথায় নিয়ে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। আশা করছি, আমাদের ন্যায্য অধিকার মাইলেজ পুনর্বহাল অচিরেই হবে।
ময়মনসিংহ অঞ্চলে ২৮ জোড়া ট্রেন চলাচল করে। এতে ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটে প্রায় ৬ হাজার যাত্রী যাতায়াত করেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।