টস হেরে ব্যাটিংয়ে শ্রীলংকা
প্রকাশিত : ০৫:৪৪ অপরাহ্ণ, ২৫ অক্টোবর ২০২২ মঙ্গলবার ১০১ বার পঠিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান অষ্টম আসরের স্বাগতিক দল অস্ট্রেলিয়া। অসিদের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করছে শ্রীলংকা ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার পার্থে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় শ্রীলংকা। ১.৫ ওভারে দলীয় ৬ রানে প্যাট কামিন্সের বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন কুশল মেন্ডিস।
এই ম্যাচটি অস্ট্রেলিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে ব্যাকফুটে। এই ম্যাচে জিততে না পারলে সেমিফাইনালে ওঠা কঠিন হয়ে যাবে অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন দলটির।
অন্যদিকে শ্রীলংকা সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ আয়ারল্যান্ডের বিপক্ষে ৩০ বল হাতে রেখে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।