ঝড়-বৃষ্টিতে করোনার শঙ্কা কমবে?
প্রকাশিত : ১০:১৮ পূর্বাহ্ণ, ৫ মে ২০২০ মঙ্গলবার ৪১৫ বার পঠিত
প্রকৃতির স্বাভাবিক নিয়মেই আসছে কালবৈশাখি ঝড় ও বৃষ্টিপাত। এছাড়া তাপমাত্রাও বাড়ছে। এতে প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯) কি দমে যাবে? সম্প্রতি অনেকেই সে বিষয়ে আশায় বুক বাঁধলেও বাস্তবে বিষয়টি এখনো অস্পষ্ট বিজ্ঞানীদের কাছে।
করোনাভাইরাস এখনো এক রহস্যময় ভাইরাস। এর উপসর্গ দিনে দিনে বহুবার রূপ বদলেছে। বিজ্ঞানীরা বলছেন, ভাইরাসটি সম্পর্কে বেশি কিছু এখনই সুনির্দিষ্ট আকারে বলা কঠিন। যদিও নানা রকম গবেষণা নানা জায়গায় হচ্ছে, সেগুলো এখন একত্র করলেও এর থেকে কিছু বলার সময় আসেনি।
অনেক গবেষক বলছেন ভাইরাসটি তাপমাত্রা ও আর্দ্রতার সঙ্গে প্রকোপ কমে। তবে অনেকে আবার বলছেন এমন দাবির কোনো ভিত্তি নেই। ভারতের ‘ন্যাশনাল ইনস্টটিউট ফর বায়োমেডিক্যাল জেনোমেটিক্স’-এর অধিকর্তা ও বিজ্ঞানী পার্থপ্রতিম মজুমদার বলেন, ‘বৃষ্টি ও গরমের সঙ্গে ভাইরাসের বাড়া-কমার কোনও বৈজ্ঞানিক ভিত্তি এখনও পর্যন্ত নেই।’
আর তাই অসময়ের বৃষ্টিতেও কি আমাদের লাভ হবে? ভারতের মেডিসিন বিশেষজ্ঞ অরিন্দম বিশ্বাস স্বীকার করেন, ভাইরাসের এই চরিত্রের দিকটি আমাদের জানা নেই। সূত্র : আনন্দবাজার পত্রিকা।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।