ঝিনাইদহে যুবকের লাশ উদ্ধার
প্রকাশিত : ১০:৪৭ পূর্বাহ্ণ, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার ১৪৭ বার পঠিত
ঝিনাইদহে ধান ক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা গ্রামের একটি ধান ক্ষেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত আলামিন উপজেলার ভবানীপুর গ্রামের শফিউদ্দিনের ছেলে।
হরিনাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, গ্রামের দোয়ারমাঠের একটি ধান ক্ষেতে ভবানীপুর গ্রামের আলামিন নামের এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চম্মা খাতুন ও পারুলা খাতুন নামে নারীকে আটক করেছে পুলিশ। পরকীয়ার জের ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।