শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

জেলের বড়শিতে ধরা পড়ল ১৩০ কেজির শাপলাপাতা মাছ

প্রকাশিত : ০৪:৫৯ অপরাহ্ণ, ৩ মার্চ ২০২৩ শুক্রবার ৫৯ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কক্সবাজারের টেকনাফ উপকূলে বঙ্গোপসাগরে আবদুল আমিন নামে এক জেলের বড়শিতে ধরা পড়েছে ১৩০ কেজি ওজনের একটি শাপলাপাতা মাছ। পরে মাছটি স্থানীয় এক ব্যবসায়ীর কাছে ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

তিনি জানান, ওই জেলে আবদুল আমিন জানান, বুধবার রাতে বড়শি নিয়ে নৌকায় করে তিনিসহ তিনজন সাগরে মাছ ধরতে যান। ভোরে তার বড়শিতে হ্যাঁচকা টান পড়ে। প্রথমে তিনি ভেবেছিলেন বড় কোনো কোরাল হবে। ধীরে ধীরে বড়শি ওপরে আনার পর দেখা যায় বিশাল আকারের শাপলাপাতা মাছ।

এর পর বৃহস্পতিবার সকালে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া সমুদ্রসৈকত থেকে ২০ হাজার টাকা মণ দরে প্রায় ৭০ হাজার টাকায় মাছটি কেনেন টেকনাফের নুর মোহাম্মদ নামে এক মাছ ব্যবসায়ী।

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, মাছটি স্টিংরে প্রজাতির একটি মাছ। যার বৈজ্ঞানিক নাম হিমানটুরা ইমব্রিকাটা।

ইংরেজি নাম ল্যাপার্ড স্টিংরে। এ প্রজাতির মাছ সমুদ্রের অগভীরে তলদেশ ঘেঁষে বিচরণ করে। তবে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে শাপলাপাতা মাছ ধরা ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। জেলেদের বিভিন্ন সভা-সেমিনারে এ মাছ না ধরার জন্য উৎসাহিত করা হয় বলে ওই মৎস্য কর্মকর্তা জানান।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



এই বিভাগের জনপ্রিয়

© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT