বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি ◈ একুশেই মিলবে স্টার্টআপ ঋণ, সুদ হার মাত্র ৪ শতাংশ ◈ আলিম ও কারিগরি এইচএসসির সারাদেশের পরীক্ষা স্থগিত ◈ কুমিল্লা শিক্ষাবোর্ডের কালকের এইচএসসি পরীক্ষা স্থগিত ◈ গাজায় মানবাধিকার লঙ্ঘনের তদন্তকারীর ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ◈ ট্রাম্পের সমালোচনার পর ইউক্রেনে রাশিয়ার রেকর্ড সংখ্যক ড্রোন হামলা ◈ মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ ◈ নিহতের ফোনের ভিডিওতে মিলল ৫ আগষ্ট হত্যাকাণ্ডের চিত্র ◈ বড়পুকুরিয়া কয়লাখনিতে দুর্ঘটনায় চীনা প্রকৌশলী নিহত ◈ ফেনীতে নতুন নতুন এলাকা প্লাবিত, নেই বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক

জেলমুক্ত হয়ে ইউপি চেয়ারম্যানের দুধ দিয়ে গোসল

প্রকাশিত : ০৯:৫১ পূর্বাহ্ণ, ২৫ জানুয়ারি ২০২৩ বুধবার ১১৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

২৩ দিন হাজতবাসের পর জামিনে মুক্ত হয়েই দুধ দিয়ে গোসল করলেন ঘাটাইলের সেই ইউপি চেয়ারম্যান। মঙ্গলবার বিকেলে নিজ বাড়ি সাগরদিঘীতে এসে এ কাণ্ড ঘটিয়েছেন তিনি।

হত্যা মামলার প্রধান আসামী সাগরদিঘী ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারকে ১লা জানুয়ারি গ্রেপ্তার করে সিআইডি। পরে আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেন সিআইডি। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই সময় তার গ্রেপ্তারের খবরে এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল বের করা হয়।

দুধ দিয়ে গোসল করার বিষয়ে জানতে চাইলে সেই ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার বলেন, আমার চৌদ্ধ গোষ্ঠির মধ্যে কেউ কোন দিন জেল হাজতে যায়নি। এজন্য আমি জামিনে মুক্ত হয়ে বাড়িতে আসলে চাচিরা ও আমার পরিবারের লোকজন দুধ দিয়ে গোসল করিয়েছেন।

এ ব্যাপারে ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার জানিয়েছেন, এলাকার পরিবেশ উত্তপ্ত ছিল। আইনশৃঙলা পরিবেশ স্বাভাবিক রাখতে সাগরদিঘী এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, ২০১৮ সালে সাগরদিঘী ইউনিয়ন পরিষদ নির্বাচনে গুপ্তবৃন্ধাবন কেন্দ্রে আগের রাতে ব্যালট পেপারে সিল দেয়াকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটে।

ওই ঘটনায় নিহত হন ওই ইউনিয়ন যুবদল নেতা আব্দুল মালেক। পরে নিহত মালেকের স্ত্রী মর্জিনা আক্তার বাদি হয়ে চেয়ারম্যান হেকমত শিকদারকে প্রধান আসামী করে ২৩ জনের নামে ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে টাঙ্গাইল চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত ঘাটাইল থানাকে মামলা নথিভুক্ত করার নির্দেশ দেন।

ঘাটাইল থানা মামলা তদন্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। পরে বাদি অসন্তোষ প্রকাশ করে নারাজি দিলে আদালত জেলা গোয়েন্দা বিভাগকে (ডিবি) মামলা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

জেলা গোয়েন্দা বিভাগও মামলার তদন্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। বাদি আবারও নারাজি দিলে আ্দালত জেলা সিআইডিকে মামলা তদন্তের নির্দেশ দেন। বর্তমানে মামলা সিআইডিতে তদন্তনাধীন রয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT