জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কিম!
প্রকাশিত : ১০:১৩ পূর্বাহ্ণ, ২১ এপ্রিল ২০২০ মঙ্গলবার ২৩৭ বার পঠিত
অস্ত্রোপচারের পর গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। মঙ্গলবার (২১ এপ্রিল) মার্কিন এক কর্মকর্তার বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এই দাবি করেছে সিএনএন।
ওই প্রতিবেদনে বলা হয়, গত ১৫ এপ্রিল ছিল কিমের দাদার জন্মদিন। ওইদিন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি অনুপস্থিত ছিলেন। এ কারণেই তার অবস্থা খারাপ হওয়ার সন্দেহ ঘনীভূত হচ্ছে। তবে চারদিন আগে একটি সরকারি সভায় দেখা গিয়েছিল তাকে।
অপর এক মার্কিন কর্মকর্তার বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, কিমের শারীরিক অবস্থায় সম্পর্কিত তথ্যটি সঠিক। কিন্তু সেখানকার প্রকৃত তথ্য পাওয়া খুবই কঠিন।
দক্ষিণ কোরিয়া ভিত্তিক ওয়েবসাইট ডেইলি এন জানিয়েছে, ধূমপান, স্থূলতা ও অতিরিক্ত পরিশ্রমের কারণে কয়েক মাস ধরে কিমের স্বাস্থ্যের অবনতি ঘটেছে। সম্প্রতি উত্তর কোরিয়ার এ নেতা কার্ডিওভাসকুলার সার্জারি করান। এরপরেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।