বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

জীবনের সবচেয়ে অবিস্মরণীয় মুহূর্ত স্মার্ট কার্ড পেলেন বাগেরহাটের ২৩২৪ বীর মুক্তিযোদ্ধা

প্রকাশিত : ০৫:৩৬ পূর্বাহ্ণ, ২০ জুলাই ২০২২ বুধবার ১২৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

“আজ আমার জীবনের স্মরনীয় দিন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনের স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধার সনদ ও মুক্তিযোদ্ধা পরিচিতি নম্বর সম্বলিত আই.ডি কার্ড গ্রহণ করলাম। স্থায়ীভাবে সনদ ও আই.ডি কার্ড পাওয়া জীবনের সবচেয়ে অবিষ্মরণীয় মুহুর্ত্ত, যা আমার আগামী বংশধরদের জন্যও গৌরবের স্মারক হয়ে থাকবে। এজন্য সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রানঢালা অভিনন্দন, অশেষ কৃতজ্ঞতা। তিনি প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু প্রার্থনা করেন।
বীর মুক্তিযোদ্ধার ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড হাতে পেয়ে মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে কাছে এভাবে অভিব্যক্তি প্রকাশ করেন বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের কাঠিগোমতি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ড: অসীমাভ ডাকুয়া। এ জেলায় ২ হাজার ৩২৪ জন বীর মুক্তিযোদ্ধা ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড পেয়েছেন। সনদ ও কার্ড হাতে পেয়ে তাঁদের প্রায় সকলের অনুভূতি ছিল অনুরূপ।
বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে জাতির শ্রেষ্ট সন্তানদের বীর মুক্তিযোদ্ধাদের হাতে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড তুলে দেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট জেলা আওয়ামী লীগেরসহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মুকিত ঝন্টু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ঋশিকেশ দাস, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো: শওকত হোসেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, ডেমা ইউপি চেয়ারম্যন মনি মল্লিক, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, কাড়াপাড়ার ইউপি চেয়ারম্যান মোহিতুর রহমান পল্টনসহ বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা উপস্থিত ছিলেন। যে সকল বীর মুক্তিযোদ্ধারা ইতোপূর্বে মৃত্যুবরণ করেছেন সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের উত্তরাধীকারদের মধ্যেও ডিজিটাল মুক্তিযোদ্ধা সনদ বিতরণ করা হয়।
জেলার কচুয়া উপজেলায় ১৫৫ চিতলমারী উপজেলায় ৪১৬ জন, মোল্লাহাট উপজেলায় ৬৯১ জন, ফকিরহাট উপজেলায় ৮১ জন, রামপাল উপজেলায় ১৪৩ জন, মোংলা উপজেলায় ১২২ জন, শরণখোলা উপজেলায় ২০৩ জন, মোড়েলগঞ্জ উপজেলায় ১৭৯ জন এবং বাগেরহাট সদও উপজেলায় ৩৩৪ জন বীর মুক্তিযোদ্ধা স্মার্ট আইডি কার্ড পেয়েছেন। তবে ডিজিটাল সনদপত্র পান ৪ হাজার ৩৬২ জন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT