জিনিয়াকে নিয়ে কোটা আন্দোলন নেতার স্ট্যাটাস
প্রকাশিত : ০৭:০২ পূর্বাহ্ণ, ২০ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার ৩৯৯ বার পঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিষ্কারের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক হাসান আল মামুন।
একই সঙ্গে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে আন্দোলনে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন মামুন।
তিনি লেখেন- এক শিক্ষার্থী তার ফেইসবুকে লিখেছেন বিশ্ববিদ্যালয়ের কাজ কি? উত্তরে ভিসি মহোদয় বললেন, তোর বাপরে জিজ্ঞেস করিস বিশ্ববিদ্যালয়ের কাজ কি, তোর বাপ গেছে কোনোদিন বিশ্ববিদ্যালয়ে?
এই বিভাগ আমি খুলেছি বলে তুই এখানে ভর্তি হতে পেরেছিস, নয়তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতি!
এখন আমার প্রশ্ন,
* এই ভিসির বাপ কি এর আগে কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলো কিনা?
* ইউজিসি তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে কিনা? নাকি শিক্ষার্থীরা সম্মিলিত ভাবে এর জবাব দিবে।
* শেষ কথা, দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে, আর সেই বিশ্ব বেহায়াদের একটি দলকে দেখতে চাইলে ভিসি মহোদয় দের দিকে তাকান।
দ্রুত সময়ের মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে আমরাও জানি কি ভাবে তা প্রত্যাহার করাতে হয়।’
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।