জাহাজ নিয়ে এলো রাশিয়া
প্রকাশিত : ০৫:৪৫ অপরাহ্ণ, ২৮ মে ২০২২ শনিবার ১৪৩ বার পঠিত
মারিউপোল পুরোপুরি দখল করার পর শহরটির সমুদ্র বন্দরে প্রথমবারের মতো প্রবেশ করেছে জাহাজ। এ জাহাজটি এসেছে রাশিয়া থেকে।
রাশিয়ার গণমাধ্যম তাস নিউজ জানিয়েছে, রুশ এ জাহাজটি মারিউপোল থেকে লোহা বোঝাই করবে। এরপর তা পূর্ব রাশিয়ায় যাবে।
মারিউপোলের বন্দরের একজন মুখপাত্র তাস নিউজকে বলেন, জাহাজটি ২ হাজার ৭০০ টন লোহা বোঝাই করবে এরপর ১৬০ কিলোমিটার দূরে রাশিয়ার রোস্তোভ-ওন-ডোনে যাবে।
তবে ওই মুখপাত্র জানাননি জাহাজটি যে লোহা নিয়ে যাবে সেগুলো কি উৎপন্ন করা হয়েছে কিনা।
ইউক্রেনের মানবাধিকার কর্মী ওম্বুদসম্যান লায়েদুমালা দেনিসোভা বলেছেন, রাশিয়ার লোহা নিয়ে যাওয়ার বিষয়টি ‘লুট’ করার সামিল।
তিনি বলেন, ইউক্রেনের শস্য চুরি করার পর, দখলদাররা মারিউপোলের লোহার জিনিস নিয়ে যাচ্ছে।
এদিকে ব্যাপক গোলাবর্ষণ করে মারিউপোল দখল করে রুশ সেনারা। তবে মারিউপোলের ইস্পাত কারখানা আজভস্টালের দখল নিতে আরও কিছুদিন সময় লাগে তাদের।
বর্তমানে পুরো মারিউপোল এখন রাশিয়ার হাতে আছে। আর মারিউপোল দখল করার পরপরই প্রথমবারের মতো সেখান থেকে লোহা নিয়ে যাচ্ছে তারা।
সূত্র: আল জাজিরা
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।