জামালপুরে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার
প্রকাশিত : ০৩:০১ অপরাহ্ণ, ২১ আগস্ট ২০২১ শনিবার ৬৩ বার পঠিত
জামালপুরের মেলান্দহ উপজেলায় রাস্তার পাশে পলিথিনে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে জামালপুর-মেলান্দহ সড়কের বেতমারী এলাকা থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মায়নুল ইসলাম জানান, শনিবার সকাল ১১টার দিকে জামালপুর-মেলান্দহ সড়কের বেতমারী এলাকায় রাস্তার পাশে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নবজাতকের লাশ উদ্ধার করে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।