চীনে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন
প্রকাশিত : ০৫:২২ অপরাহ্ণ, ১৮ জুন ২০২২ শনিবার ৭৫ বার পঠিত
চীনের সাংহাইতে দেশটির বৃহত্তম রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সাইনোপেক সাংহাই পেট্রোকেমিক্যাল কারখানায়র ওই অগ্নিকাণ্ডে একজন নিহত হয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
সাংহাই ডেইলির টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে আগুন কারখানায় ছড়িয়ে পড়তে দেখা গেছে। আকাশে কালো ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা গেছে।
চীনের সবচেয়ে বড় পরিশোধন ও পেট্রোকেমিক্যাল প্ল্যান্টের মধ্যে একটিতে স্থানীয় সময় শনিবার ভোর ৪টার দিকে আগুন লাগে। সকাল ৯টার মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন ছিল’ বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া দমকল কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে।
সকাল থেকে সিনহুয়া অনলাইনে পোস্ট করা ভিডিওতে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসতে দেখা গেছে। তবে কারখানা থেকে তখনও কালো ধোঁয়া বের হতে দেখা গেছে।
এই ঘটনায় একজন গাড়ির চালক মারা গেছেন এবং কোম্পানির একজন কর্মচারী সামান্য আহত হয়েছেন বলে সিনোপেকের একজন প্রতিনিধি জানিয়েছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।