চীনে বিক্ষোভে অংশ নেওয়ায় টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
প্রকাশিত : ০৫:৪৫ অপরাহ্ণ, ৬ জানুয়ারি ২০২৩ শুক্রবার ৪১ বার পঠিত
চীন সরকারের জিরো কোভিড নীতির বিরুদ্ধে টানা আন্দোলনের মুখে করোনার বিধিনিষেধ শিথিল করেছে করা হয়েছে। তবে এবার উঠে এসেছে থলের বেড়াল। করোনা বিরোধী আন্দোলনকারীদের দমাতে কতটা কঠোর ছিল চীন তা বের হয়ে এসেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ তথ্য প্রকাশ করেছেন। আন্দোলনের সময় কারাবন্দি হওয়া বেশ কয়েকজনের সঙ্গে আলাপ করেছে ওয়াশিংটন পোস্ট।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বেইজিংয়ের ২৮ বছর বয়সি একজন কর্মজীবী দোআ। যাকে ধরে নিয়ে নানা ধরনের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
দোআর দাবি, টানা ৯ ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে একবারো তাকে ওয়াশরুমেও যেতে দেয়া হয়নি।
দোআ জানিয়েছেন, মোবাইল ফোন ট্র্যাক করে মূলত তাকে আটক করা হয়। এর পর থানায় নিয়ে গিয়ে তার বন্ধুদের কার্যকলাপ এবং অবস্থান জানতে চাওয়া হয়। একইভাবে আন্দোলনের খবর কীভাবে প্রচার করা হয় তাও জানতে চায় পুলিশ। পরনের কাপড় খুলেও রাখা হয়েছে বেশ ক্ষাণিকক্ষণ।
ওয়াশিংটন পোস্টের দাবি, মূলত মোবাইল ফোন ট্র্যাক করে আন্দোলনকারীদের শনাক্ত করার চেষ্টা করতো তারা। এর পর তাদের পাকড়াও করে নানা উপায়ে হয়রানি করা হতো। সেইসঙ্গে আন্দোলনকারীর পরিবারকে ফোন দিয়ে নানা হুমকি দিতো পুলিশ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।