চাঁদাবাজির অভিযোগে নারী ইউপি সদস্য রিমান্ডে
প্রকাশিত : ০৭:৫৭ পূর্বাহ্ণ, ৩ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার ৫৭ বার পঠিত
টাঙ্গাইলে চাঁদাবাজির অভিযোগে কল্পনা আক্তার জয়ন্তী নামে এক নারী ইউপি সদস্যের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আলম এই রিমান্ড মঞ্জুর করেন।
কল্পনা আক্তার জয়ন্তী জয়ন্তী সদর উপজেলার বাঘিল ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডে সংরক্ষিত আসনের ইউপি সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ অক্টোবর বাঘিল ইউনিয়নের ফৈলার ঘোনা গ্রামের মজনু মিয়ার বিরুদ্ধে সাবেক স্ত্রীকে নির্যাতন করার অভিযোগে সদর থানায় মামলা করা হয়। সেই মামলা নিষ্পত্তি ও মজনু মিয়ার রিমান্ড মওকুফের জন্য নারী ইউপি সদস্য কল্পনা আক্তার জয়ন্তী মজনুর পরিবারের কাছে তিন লাখ টাকা দাবি করে। এক লাখ টাকা পরিশোধ করলেও বাকি দুই লাখ টাকার জন্য মজনুর পরিবারকে চাপ দেয় কল্পনা আক্তার জয়ন্তী।
পরে চাঁদা বাজির অভিযোগে মজনুর মা মর্জিনা বেগম বাদী হয়ে সদর থানায় সোমবার রাতে নারী ইউপি সদস্য কল্পনা আক্তার জয়ন্তী ও তার ছেলে মো. জনি মিয়ার বিরুদ্ধে মামলা করেন। পুলিশ মঙ্গলবার সকালে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, দুপুরে কল্পনা আক্তার জয়ন্তীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। পরে বিচারক ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে সদর থানায় ১ দিনের রিমান্ডে আনা হয়। তার ছেলে জনি মিয়াকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।