চন্দনাইশে জৈবসার ব্যবহার বাড়ছে
প্রকাশিত : ০৭:৪১ পূর্বাহ্ণ, ২০ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার ৯৭৮ বার পঠিত
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় জৈবসার তৈরি করে সাফল্যের মুখ দেখতে শুরু করেছেন স্থানীয় কৃষকরা। চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদস্থ সাপমারা পাহাড়ি এলাকায় সরেজমিনে গিয়ে কৃষকদের জৈবসার তৈরি করতে দেখা গেছে। স্থানীয় একটি বাগানের মালিক মোহাম্মদ বেলায়ত হোসেন বলেন, বাগানে কারখানায় উত্পাদিত সার ব্যবহার করতে গিয়ে প্রায় ৫০ হাজার টাকা খরচ লাগে।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা রূপায়ণ চৌধুরী জানান, জৈবসার তৈরি করতে মোট খরচ হয়ে থাকে ৫/৬ হাজার টাকা। এসব উপাদান ১০ বাই ১৫ ফিট এবং তিন ফিট গভীর মাটির গর্ত করে প্রায় এক মাস পুঁতে রাখা হয়। এভাবে তৈরি হবে প্রায় ২ হাজার কেজি জৈবসার। উপজেলা কৃষিবিদ স্মৃতিরানী সরকার বলেন, এতে গুণমান বৃদ্ধির পাশাপাশি গাছে রোগ প্রতিরোধ সহায়ক হবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।