চতুর্থ দেশ হিসেবে ফ্রান্সে করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো
প্রকাশিত : ১১:১০ পূর্বাহ্ণ, ৮ এপ্রিল ২০২০ বুধবার ৫২৬ বার পঠিত
চতুর্থ দেশ হিসেবে ফ্রান্সে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১ হাজার ৪১৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৩২৮।
করোনা ভাইরাসে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইতালিতে। সেখানে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৭ হাজার ১২৭ জন। ইতালির পরই মৃতের সংখ্যায় উপরের দিকে আছে স্পেন। সেখানে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৩ হাজার ৯১২ জন। অন্যদিকে মৃতের দিক দিয়ে তৃতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র। সেখানে মৃতের সংখ্যা ১২ হাজার ৫৫২ জন।
যুক্তরাষ্ট্রে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। আজও নতুন করে ১ হাজার ৩৭৫ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সবচেয়ে করোনা রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৩ লাখ ৮৬ হাজার ১৯৬ জনের শরীরে করোনা ধরা পড়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।