ঘরে থাকুন, নিজে নিরাপদ থাকুন অন্যকে নিরাপদে রাখুন : হানিফ এমপি
প্রকাশিত : ১০:৫০ পূর্বাহ্ণ, ৭ এপ্রিল ২০২০ মঙ্গলবার ২০৪ বার পঠিত
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, করোনা ভাইরাস বাংলাদেশে মহামারি আকার ধারন না করলেও আমরা শঙ্কিত। এই ভাইরাস থেকে দুরে থাকার একমাত্র উপায় হচ্ছে ঘরে থাকা। ঘরে থাকার বিষয়টি নিশ্চিত হলেই কেবল এই ভাইরাস থেকে রেহায় পাওয়া সম্ভব।
শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১২টায় কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালে করোনা সংক্রমন রোধে চিকিৎসকদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সভায় হানিফ চিকিৎসকদেরর যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভির আরাফাতসহ, দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে কুষ্টিয়া শহরের ১৪নং ওয়ার্ড আয়োজিত অসহায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অংশ নেন হানিফ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।