বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ঘরের শত্রু বিভীষণ! ড্যানিয়েল ভেট্টোরি

প্রকাশিত : ০৮:৩১ পূর্বাহ্ণ, ১১ নভেম্বর ২০২৩ শনিবার ১২ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বাংলাদেশের নাড়ি নক্ষত্র তার নখদর্পণে। খেলোয়াড়ি জীবনে ড্যানিয়েল ভেট্টোরি ভুগিয়েছেন বাংলাদেশকে। পরে বাংলাদেশ দলের বোলিং কোচ হয়ে ভেতর-বাইরের সব জেনেছেন তিনি। বর্তমানে অস্ট্রেলিয়া দলের বোলিং কোচ ভেট্টোরি।

আজ থাকবেন বাংলাদেশের প্রতিপক্ষ শিবিরে। বাংলাদেশের বিপক্ষের রণপরিকল্পনায় তার ভূমিকাই থাকছে বেশি। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বুঝিয়ে দিলেন বাংলাদেশ নিয়ে আলোচনা শেষ।

শুক্রবার পুনেতে তিনি বলেন, ‘যখন আলাদা করে সবাইকে নিয়ে আলোচনা হয়, তখন বোঝা যায় যে তারা কতটা ভালো। দল হিসাবে যখন তারা মাঠে নামে, সব পরিকল্পনা ও গবেষণার পর তখন তাদের সেরা চেহারাতেই দেখতে হয়।’

সাকিব আল হাসানের আজকের ম্যাচে না থাকা বড় পার্থক্য বলে মনে করছেন ভেট্টোরি। তিনি বলেন, ‘সাকিবের না থাকা অবশ্য একটা বড় ফ্যাক্টর। তবে মুশফিকুর ও মাহমুদউল্লাহও অভিজ্ঞ। বিশ্বকাপে প্রচুর রান করেছেন তারা।’

এদিকে মেহেদী হাসানকে খুবই পছন্দ ভেট্টোরির। দুই মেহেদীই খেলবেন বলে তার ধারণা। সাবেক এই কিউই অধিনায়ক বলেন, ‘মেহেদী হাসান আমার প্রিয় ক্রিকেটারদের একজন, ছোট মেহেদী (মেহেদী হাসান), বড় মেহেদি (মেহেদী হাসান মিরাজ) নয়। তবে তারা দুজনই আসলে দারুণ বোলার।’

তিনি বলেন, ‘তারা খেললে ম্যাচে কতটা কার্যকরী ভ‚মিকা রাখতে পারে, সেটা আমরা জানি। দিনের ম্যাচে তারা আরও বেশি ভয়ংকর। পুনেতে টস বেশি গুরুত্বপূর্ণ হবে না। উইকেট ধীরে ধীরে মন্থর হতে পারে। পরের দিকে স্পিনারদের ভূমিকা থাকতে পারে।’

সেমিফাইনাল নিশ্চিত অস্ট্রেলিয়ার। তবে নিজেদের শেষ ম্যাচেও জয় ছাড়া কিছু ভাবছে না তারা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT