বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

গুলশানে এক পুলিশের গুলিতে আরেক পুলিশ নিহত

প্রকাশিত : ০৮:১৬ পূর্বাহ্ণ, ৯ জুন ২০২৪ রবিবার ৫১ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাজধানীর গুলশানে এক পুলিশের গুলিতে আরেক পুলিশ নিহত হয়েছেন। শনিবার রাত ১২টার দিকে গুলশানের ফিলিস্তিনি দূতাবাস এলাকার এ ঘটনায় এক পথচারী আহত হয়েছেন। নিহত ওই পুলিশ সদস্যের নাম মনিরুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী একাত্তর টেলিভিশনের এক সংবাদকর্মী বলেন, অফিস শেষে গাড়িতে বাসায় ফেরার পথে ফিলিস্তিনি দূতাবাসের সামনে যেতেই দেখি রাস্তার পাশে উপুড় হয়ে একজন পুলিশ পড়ে আছেন। তার পিঠে একাধিক গুলির চিহ্ন। তার অস্ত্র রাস্তার পাশে পড়ে আছে। আর লাশের পাশে অস্ত্র তাক করে দাঁড়িয়ে আছেন আরেক পুলিশ।

আমরা গাড়ি থামাতেই ওই পুলিশ হুঙ্কার দেয় এবং এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় দূতাবাসের গেটে পাশে দাঁড়ানো অন্য পুলিশও ভেতরে ঢুকে যায়। এরপর আমরা চলে আসি।

ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম রাত সাড়ে ১২টার দিকে বলেন, ফিলিস্তিন দূতাবাসের সামনে এক পুলিশ আরেক পুলিশকে গুলি করেছে। মৃতদেহ ঘটনাস্থলে পড়ে আছে। এ ঘটনায় একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।

গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, সম্ভবত মানসিক সমস্যার কারণে আমাদের এক কনস্টেবল আরেক কনস্টেবলকে গুলি করেছে। এই ঘটনায় পথচারী আহত হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT