গিনির স্বর্ণখনিতে ধস, নিহত ১৫
প্রকাশিত : ১২:০৮ অপরাহ্ণ, ১০ মে ২০২১ সোমবার ৬৯ বার পঠিত
আফ্রিকার দেশ গিনির একটি স্বর্ণখনিতে ভূমি ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় সিগুইরি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে রোববার কর্মকর্তারা জানিয়েছেন।
এ ব্যাপারে স্থানীয় এক কাউন্সিলর জানিয়েছেন, শনিবার তাতাকোরু গ্রামের কাছে অবস্থিত খনিটিতে ধস নামে। শনিবার বিকেলে ১৫ খনি শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়। এদের সবার বয়স ১৪ থেকে ৪০ বছরের মধ্যে।
সিনামান ট্রাওরে নামে এক খনি শ্রমিক জানান, তিনি স্বেচ্ছাসেবকদের তার দুই সহকর্মীকে উদ্ধার করতে দেখেছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।