সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

গার্মেন্ট শ্রমিকদের টিসিবির স্মার্ট কার্ড দেওয়ার সুপারিশ

প্রকাশিত : ১০:২০ অপরাহ্ণ, ৩০ মে ২০২৪ বৃহস্পতিবার ৩৫ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বাজার মূল্য স্থিতিশীল রাখার জন্য নিয়মিত মনিটরিং, আলু সংগ্রহ ও সংরক্ষণে পদক্ষেপ এবং পেঁয়াজ আমদানির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এছাড়া তারা রফতানি বহুমুখীকরণের জন্য মেনমেইড ফাইবার পোশাক তৈরির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক থেকে গার্মেন্ট শ্রমিকদের জন্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) স্মার্ট কার্ড দেওয়ার জন্য সুপারিশ করে সংসদীয় কমিটি। কমিটির সভাপতি টিপু মুনশির সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু), মুহাম্মদ শাহজাহান ওমর, মাহমুদ হাসান সুমন ও বেদৌরা আহমেদ সালাম।

বৈঠকের কার্যবিবরণী সূত্রে জানা গেছে, কমিটির এর আগের বৈঠকে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানান- গার্মেন্টস মালিকেরা কর্মীদের সুষ্ঠু তালিকা দিলে রেশন আকারে অন্তত ন্যায্যমূল্যে স্বল্প আয়ের মানুষ যাতে টিসিবির পণ্য কিনতে পারেন, সে জন্য টিসিবির কার্ডের বিশেষ ব্যবস্থা করা হবে। ওই বৈঠকে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে টিসিবির ডিস্ট্রিবিউশনে একটু পরিবর্তন করা হয়েছে এবং টিসিবির সুবিধাভোগী এক কোটি পরিবারের তালিকা হালনাগাদ করার জন্য সংসদ সদস্যদের চিঠি দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, সংসদ সদস্যদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে যাচাই-বাছাই শেষে তালিকা হালনাগাদ করতে হবে।

তিনি বলেন, টিসিবির একই দক্ষ ডিলারদের পুনঃনিয়োগ ও স্থায়ী ডিলার নিয়োগের চিন্তাভাবনা আছে। এছাড়া সমবায়ের অধীনে যে গোডাউনগুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে, তা পুনরায় চালু করার এবং টিসিবির বেহাত হয়ে যাওয়া ন্যায্যমূল্যের যে দোকানগুলো ছিল সেগুলো কোথায় কী অবস্থায় আছে, তা নিজেদের নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করা হচ্ছে। টিসিবির অধীনে যে সম্পদগুলো আছে, সংস্কার করে তার কার্যক্রম স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেওয়া হবে সংসদীয় কমিটিতে জানান তিনি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT