গাজায় হামলা: ইসরায়েলের পতাকা পুড়িয়ে কুয়েতিদের বিক্ষোভ
প্রকাশিত : ০২:১৪ অপরাহ্ণ, ২০ মে ২০২১ বৃহস্পতিবার ১০০ বার পঠিত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের বিমান হামলার জোরালো প্রতিবাদ জানিয়েছে কুয়েতের বাসিন্দারা। এ সময় বিক্ষোভকারীরা ইসরায়েলের জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দেন। এর পাশাপাশি তারা দাবি করেন ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার। খবর রয়টার্স।
এর আগে যথাযথ করোনাবিধি মেনে অল্প কিছু মানুষকে পায়ে হেঁটে প্রধান চত্বরে গিয়ে বিক্ষোভ করার অনুমতি দেয় কুয়েতি প্রশাসন।
এ সময় বিক্ষোভকারীরা ‘ডেথ টু ইসরায়েল’ (ইসরায়েলের মৃত্যু পর্যন্ত) স্লোগান দেন এবং ইসরায়েলের একটি পতাকায় আগুন ধরিয়ে দেন। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো উপসাগরীয় দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে করা সম্পর্ক স্বাভাবিককরণ চুক্তি বাতিলেরও আহ্বান জানান তারা।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।