বুধবার ০২ অক্টোবর ২০২৪, ১৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটি

প্রকাশিত : ০৫:১৭ অপরাহ্ণ, ২৮ ডিসেম্বর ২০২২ বুধবার ৮৯ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সরকার পতন আন্দোলনে ৩০ ডিসেম্বর ঢাকায় যুগপৎভাবে প্রথম কর্মসূচি সফল করতে গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সঙ্গে বসেছে বিএনপির লিয়াজোঁ কমিটি।
বুধবার বেলা ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার গুলশানে বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্যরা সদ্য ঘোষণা করা ১২-দলীয় জোট এবং প্রস্তাবিত সাত-দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন।

বিএনপির লিয়াজোঁ কমিটিতে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু, মো. শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু এবং যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম আলাল।

অন্যদিকে গণতন্ত্র মঞ্চের হয়ে বৈঠকে অংশ নেওয়ার কথা লিয়াজোঁ কমিটির সদস্য জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী পরিষদের সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ূম এবং গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুরের।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT