খুলনায় রংমিস্ত্রিকে গুলি করে হত্যা
প্রকাশিত : ০৭:৪৯ পূর্বাহ্ণ, ২১ ডিসেম্বর ২০২৪ শনিবার ১৫ বার পঠিত
খুলনায় মো. সোহেল (৩০) নামে এক রংমিস্ত্রিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরের হাজী মুহসীন রোডে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল সাতক্ষীরার আমুলিয়া রাজাপুরের খালেক কারিগরের ছেলে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনির উল গিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরের বাবুখান রোডের দ্বিতীয় গলির বাসিন্দা রংমিস্ত্রি মো. সোহেলকে দুর্বৃত্তরা গুলি করে। এতে তার পিঠের ডান পাশে গুলি লেগে পেটের বাম দিক দিয়ে বের হয়ে যায়। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাকে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, রাতে নগরের হাজী মহসীন রোডে গুলিবিদ্ধ হয়ে মো. সোহেল নামে এক যুবক খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে তদন্ত চলছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।