খালেদা জিয়ার বিরুদ্ধে ১১ মামলার শুনানি ফের পেছাল
প্রকাশিত : ০৬:২৩ অপরাহ্ণ, ৮ জুন ২০২২ বুধবার ১৬৫ বার পঠিত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, নাশকতা ও রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন অভিযোগে করা ১১ মামলার শুনানি ফের পিছিয়ে আগামী ২০ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। রাষ্ট্রপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ বুধবার এ আদেশ দেন।
এ দিন মামলার শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার পক্ষে অধিকাংশ মামলার কার্যক্রম উচ্চ আদালতে স্থগিত থাকায় ফের সময় চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। আদালত সময় মঞ্জুর করে পরবর্তী দিন নির্ধারণ করেন। খালেদা জিয়া এই সব মামলায় জামিনে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি তাপস কুমার পাল।
মামলাগুলোর মধ্যে রয়েছে নাশকতার অভিযোগে রাজধানীর দারুস সালাম থানায় করা আটটি ও যাত্রাবাড়ী থানায় করা দুটি এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা একটি মামলা। হাইকোর্টে খালেদা জিয়ার পক্ষে এ সব মামলার কার্যক্রম স্থগিত রয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।