রবিবার ০৬ অক্টোবর ২০২৪, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকেটারদের বিশ্বকাপ ফুটবলের ম্যাচ দেখা হবে ‘স্টুপিড’

প্রকাশিত : ০৫:৩৪ অপরাহ্ণ, ১৩ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার ১০১ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ শুরু আজ রাত ১টায়। গোটা বিশ্ব বুঁদ থাকবে এই ম্যাচে। বাংলাদেশের ক্রিকেটারদের আগ্রহও কম থাকার কথা নয়। কিন্তু পর দিন সকালেই যে ভারতের বিপক্ষে তাদের টেস্ট ম্যাচ! তার পরও যদি ক্রিকেটারদের কারও বিশ্বকাপ সেমিফাইনাল দেখার আগ্রহ থাকে, তার জন্য আগেই কড়া বার্তা জানিয়ে রাখলেন বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো।

ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের টস বুধবার সকাল ৯টায়। আগের রাত ১টায় শুরু আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার ফুটবল বিশ্বকাপ সেমিফাইনাল। নির্ধারিত সময়ে খেলা শেষ হলেই ভোর ৩টা বেজে যাওয়ার কথা। অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গেলে শেষ হতে দেরি আরও।

বাংলাদেশ দলের অনেক ক্রিকেটারই ফুটবলের একনিষ্ঠ অনুসারী। আর্জেন্টিনার প্রবল সমর্থকও আছেন বেশ কজন। তাদের জন্য এই ম্যাচ না দেখে ঘুমাতে যাওয়ার কাজটা কঠিনই।

তবে সেই কঠিন কাজটিই করতে হবে ক্রিকেটারদের, চট্টগ্রামে মঙ্গলবার সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে দিলেন ডমিঙ্গো। ক্রিকেটারদের শখ কিংবা আগ্রহকে পাশে সরিয়ে পেশাদারিত্বের ডাক শুনতে বললেন বাংলাদেশ কোচ।

তিনি বলেন, ওদের অবশ্যই দ্রুত বিছানায় যেতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ভোর ৩টা পর্যন্ত ফুটবল দেখে সকাল সাড়ে ৯টায় টেস্ট ম্যাচ খেলতে পারেন না আপনি। এটি হবে স্টুপিড! ওরা যদি এটি করে, আমি হতাশই হব, খুবই হতাশ হব।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT