কুষ্টিয়ায় শ্রমিক নেতা স্বরণের সহধর্মিনীর জানাযা শেষে মায়ের পাশে দাফন সম্পন্ন
প্রকাশিত : ০১:১০ অপরাহ্ণ, ১৫ মে ২০২০ শুক্রবার ৯২ বার পঠিত
কুষ্টিয়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি হাসানুজ্জামান স্বরণের সহধর্মিণী, জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহানারা বেগমের পুত্রবধূ বনানী জামান মালা আজ ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি …রাজিউন)। আজ বেলা ৩ টায় কুষ্টিয়া শহরের সাদ্দাম বাজার জামে মসজিদে জানাযা শেষে পৌর গোরস্থানে মা, বাবা ও ছোট ভাইয়ের কবরের পাশে সমাহিত হন। অশ্রুসিক্ত নয়নে একজন সদাহাস্য ভাল মানুষের চিরবিদায় দেওয়া হয় । বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সামাজিক দুরত্ব বজায় রেখে মরহুমার জানাযা ও দাফন শেষে দোয়া মাহফিলে শরীক হন। দোয়া পরিচালনা করেন পূর্ব মজমপুর জামে মসজিদের ইমাম মাসুম বিল্লাহ আল বসরী। কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ সালেক মাসুদ, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুল হক পুলক, কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির সহ সভাপতি মীর আল আরেফিন বাবু, জামিল হাসান খান খোকন, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সম্পাদক শেখ হাসান বেলাল, সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন শ্যামলী, কোষাধ্যক্ষ মিলন উল্লাহ, প্রচার সম্পাদক মাহমুদ হাসান, দপ্তর সম্পাদক নাহিদ হাসান তিতাস, ক্রীড়া সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ, তথ্য ও গবেষণা সম্পাদক ইমরান হাসান পাপ্পু, নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ, সদস্য ফিরোজ কায়সার, রেজাউল করিম রেজা, আলেক চাঁদ, রিয়াজুল ইসলাম, আরাফাত হোসেন, শাহীন রেজা, চাদ আলী, শহর আওয়ামী লীগ নেতা মানজিয়ার রহমান চঞ্চল,ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মীর মোঃ মোর্শেদুর রহমান, সহকারী রেজিস্ট্রার রাশিদুজ্জামান খান টুটুল, জজকোর্টের সাবেক পিপি ( নারী শিশু) এড. আকরাম হোসেন দুলাল, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ ডাঃ খাইরুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী নিশান, একতা যুব সংঘের সাধারণ সম্পাদক জাভেদ ওমর, সহ বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।