কুষ্টিয়ায় শিশুকে শ্বাসরোধ করে হত্যা
প্রকাশিত : ০৯:৪২ অপরাহ্ণ, ২১ এপ্রিল ২০২০ মঙ্গলবার ২১১ বার পঠিত
কুষ্টিয়ায় পিয়াস নামের পাঁচ বছরের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট দোস্তপাড়া রাইস মিল এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় নিহত পিয়াসের দুলাভাই শাকিলকে আটক করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোস্তফা জানান, দুপুরে পিয়াস অন্য আরেক শিশুর সঙ্গে খেলা করছিলো। এমন সময় পিয়াসের দুলাভাই তাকে জোর করে ধরে নিয়ে শ্বাসরোধ করে হত্যা শেষে বস্তা চাপা দেয়।সে সময় শিশুটির সঙ্গে থাকা অন্য শিশুটি বাড়ির লোকজনকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পায়। পিয়াসের গলায় রশি দিয়ে পেঁচানোর চিহ্ন পাওয়া গেছে।
এ ঘটনায় নিহত পিয়াসের দুলাভাই শাকিলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে এবং শিশুটির মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে বলেও জানান ওসি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।