কুষ্টিয়ায় বিভিন্ন দোকান মালিককে জরিমানা
প্রকাশিত : ০৯:৩৮ অপরাহ্ণ, ২১ এপ্রিল ২০২০ মঙ্গলবার ১০৯ বার পঠিত
কুষ্টিয়ার ভেড়ামারায় সরকারি নির্দেশনা অমান্য করায় বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ।
তিনি জানান, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ১৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এর মধ্যে ভেড়ামারা উপজেলা বাসস্ট্যান্ডের সামনে টিনের দোকান খোলা রাখার অপরাধে এক দোকান মালিককে ১০ হাজার টাকা, ২টি অটোমোবাইল দোকান খোলা রাখার দায়ে ৫ হাজার টাকা, একটি মোবাইলের দোকানকে ১ হাজার টাকা এবং উপজেলার বারোমাইল এলাকায় করাতকল চালু রাখার অপরাধে ১ হাজার টাকা ও চা দোকানিকে ২শ টাকা জরিমানা করা হয়।
এমন অভিযান চলমান থাকবে বলেও জানান ইউএনও সোহেল মারুফ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।