কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন করোনা পজেটিভ
প্রকাশিত : ১০:১৩ অপরাহ্ণ, ৬ জুন ২০২০ শনিবার ১৭৫ বার পঠিত
কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার বিকেলে কুষ্টিয়ার সিভিল সার্জন মোঃ আনোয়ারুল ইসলাম এ খবর নিশ্চিত করেন। করোনার প্রার্দুভাবের পর থেকে জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন দিনরাত ছুটে বেড়িয়েছেন কুষ্টিয়াকে করোনামুক্ত রাখতে। প্রথমদিকে তিনি শতভাগ সফল ছিলেন। ঈদের একদিন আগে আন্দোলনের মুখে কুষ্টিয়ার সকল দোকান খুলে দেয়া হয়। এরপর থেকে কুষ্টিয়া করোনা বাড়তে থাকতে আশংকাজনক হারে। শুক্রবার কুষ্টিয়ার ৯৯ জন করোনা রোগীর বাড়িতে গিয়ে তিনি খাবার পৌছে দেন। শুক্রবার রাতে তার জ্বর আসলে শনিবার সকালে তিনি করোন পরীক্ষা করাতে দেন। শনিবার বিকেলে তার করোনা পজিটিভ বলে জানায় কুষ্টিয়ার সিভিল সার্জন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।