কুষ্টিয়া পৌর বাজার ইসলামীয়া কলেজ মাঠে স্থানান্তর
প্রকাশিত : ০৭:৩৩ অপরাহ্ণ, ৯ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার ২৭০ বার পঠিত
সামাজিক দূরত্ব বজায় রাখতে কুষ্টিয়া পৌর বাজারের কাঁচাবাজার কুষ্টিয়া ইসলামীয়া কলেজের বিশাল মাঠে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৬টায় কলেজের মাঠে বসানো হয়েছে কাঁচাবাজার। এছাড়া মাছ ও মাংসের কিছু দোকান বসবে পাবলিক লাইব্রেরি মাঠে।করোনা সংক্রমণ ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।এর আগে বুধবার (৮ এপ্রিল) জেলা প্রশাসনের নির্দেশে এবং ব্যবসায়ী সমিতি ও বাজারের ইজারাদারের সহযোগিতায় পাবলিক লাইব্রেরি মাঠ ও ইসলামীয়া কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে সাদা রঙের বৃত্ত দিয়ে দূরত্ব নির্ধারণ করার নির্দেশন দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবায়ের হোসেন চৌধুরী।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।