কুষ্টিয়া খোকসা- পাংশা সীমান্তে পুলিশ চেকপোস্টে ২টি ট্রাক ড্রাইভারকে ৪,৫০০ টাকা জরিমানা
প্রকাশিত : ০৭:২৯ পূর্বাহ্ণ, ১১ এপ্রিল ২০২০ শনিবার ৩২৫ বার পঠিত
কুষ্টিয়া খোকসা- পাংশা সীমান্তে পুলিশ চেকপোস্টে ২টি ট্রাক ড্রাইভারকে ৪,৫০০ টাকা জরিমানা আদায়। খোকসা ইউএনও ও ওসির অভিযানে খোকসা বিভিন্ন এলাকায় করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনিক নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে তৎপর রয়েছে খোকসা পুলিশ প্রশাসন । এরই ধারাবাহিকতায় খোকসা – পাংশা সীমান্তে পুলিশ চেকপোস্টে সন্দেহ ভাজন দুইটা ত্রিপল টানানো খালী ট্রাক আটক করার পর দেখা যায়,অতিরিক্ত ইনকামের জন্য ঢাকা থেকে যাত্রী কুষ্টিয়া নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় খোকসা পুলিশ প্রশাসন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বাসার কে খবর দিলে, টি ট্রাক ড্রাইভারকে ৪,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।