কুষ্টিয়ায় ছাত্রলীগ নেতা আতিকুর রহমান অনিকের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত : ১০:৫১ পূর্বাহ্ণ, ৭ এপ্রিল ২০২০ মঙ্গলবার ১৩২ বার পঠিত
নভেল করোনা ভাইরাসের কারণে থমকে গিয়েছে সারা বিশ্ব, বাদ যায়নি বাংলাদেশেও যার প্রভাবে দেশে চলছে অঘোষিত লকডাউন,আর সেই কারণে বিপাকে পড়েছে, হতদরিদ্র, খেটে খাওয়া মানুষ, অসহায় ও অসচ্ছল পরিবার গুলো। তবে বাংলাদেশে কিছু সংখ্যক মানুষের মাঝে এখনো রয়েছে মানবতা। তেমনি প্রায় দুই শতাধিক খেটে-খাওয়া, দিনমজুর, অসহায় ও অসচ্ছল মানুষ দের মাঝে মানবিকতার হাত বাড়িয়ে খাদ্য সামগ্রী (ভালোবাসার থলে)তুলে দিলেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান অনিক । আজ ০৬-০৪-২০২০ তারিখ রোজ সোমবার সকাল থেকে কুষ্টিয়া শহরের একদম হতদরিদ্র খেটে-খাওয়া ও অসহায় মানুষের মাঝে এ অর্থ সহায়তা প্রদান করেন ছাত্রলীগ নেতা আতিকুর রহমান অনিক।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান অনিক সাংবাদিকদের জানান আমি আমার ক্ষুদ্র চেষ্টার মাধ্যমে একদম হতদরিদ্র সাধারণ খেটে-খাওয়া অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছি আমার এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে। এছাড়া সবাই পরিষ্কার-পরিচ্ছন্নতার মধ্য দিয়ে নিজ নিজ ঘরে থাকার পরামর্শ প্রদান করি।
এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন সাইফুল আলম খান জোয়ার কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা ছাত্রলীগ,ওমর ফারুক এখলাছ সহ-সম্পাদক,ছাত্রলীগ নেতা লুৎফুল্লাহিল পল্লব, সৌরভ খান সহ-সম্পাদক,এছাড়া আবুসাইদজামিল,অঙ্কুর,অপু,তানবীর,রিয়ন,রক্তিম,
মাহি,জামিল,প্রান্ত,কৌশিক।
একজন ছাত্রলীগ নেতা হিসেবে অসহায়দের পাশে দাড়ানোর জন্য আতিকুর রহমান অনিকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।