মঙ্গলবার ০৬ জুন ২০২৩, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় এডুকেয়ার আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের স্মার্ট ভবন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মানোন্নয়ন সমাবেশ অনুষ্ঠানে- হানিফ এম’পি

প্রকাশিত : ১০:২০ অপরাহ্ণ, ২১ মার্চ ২০২৩ মঙ্গলবার ৮৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১১:০০ ঘটিকায় কুষ্টিয়ায় এডুকেয়ার আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের স্মার্ট ভবন উদ্বোধন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং শিক্ষার মানোন্নয়ন সমাবেশে প্রধান অতিথি কুষ্টিয়া সদর-৩ ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এম’পি। তিনি বলেন”শিক্ষার কোন বিকল্প নেই, জ্ঞানই হচ্ছে মানুষের শক্তি”। পিছিয়ে পড়া কুষ্টিয়াতে সুন্দর একটি উদ্যোগ নিয়ে এত সুন্দর ও মনোরম পরিবেশের

একটি প্রতিষ্ঠান করেছেন। আমি এখানে এসে বিস্মিত হয়েছি। এখানে না আসলে বুঝতে পারতাম না,এখানে এমন চমৎকার একটি শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। বাহিরে থেকে আসলে ওইভাবে বোঝা যায়নি, ভিতরে এসে জানলাম এবং আরো ভালো লাগলো যখন জানলাম এখানে পড়াশোনার পরিবেশটা ভালো। এখানে একটা শিক্ষার বহু মাত্রিক পদক্ষেপ নেওয়া হয়েছে।হানিফ এমপি ভবনের শেনীকক্ষ ও বিজ্ঞান শাখার ডিজিটাল

 

ল্যাব কক্ষ সব ঘুরে ঘুরে দেখেন ও বলেন,আমরা সব জায়গায় দেখি যে, বিভিন্ন স্কুলে গতানুগতিক শিক্ষার মধ্যেই থাকে। সেখানে মনে হয়েছে এডুকেয়ারে তাদের শিক্ষার পদ্ধতি চিন্তা-চেতনা একটু বহুমাত্রিক ও ভিন্নমাত্রায় আছে। জেনে ভালো লাগলো এডুকেয়ার আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ,এই প্রতিষ্ঠানে প্রায় ১৫০০ জন শিক্ষার্থী সুস্থ ধারায় জ্ঞান অর্জন করছে।

এডুকেয়ার আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের সভাপতি মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর ৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ (এমপি), কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী,

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকুজ্জামান, শেখ হাসান মেহেদী আওয়ামীলীগ নেতা, কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান ও কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের উপ-বিদ্যালয় পরিদর্শক এস এম রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব।মাহাবুবউল আলম হানিফ এমপি বলেন Knowledge is power. যার জ্ঞান নেই সে আসলে পৃথিবীতে বড় অভাগা। কারণ তার কাছে পৃথিবীতে সব কিছুই অজানা। জ্ঞান অর্জনের মধ্য দিয়ে পৃথিবীর সবকিছু জানা সম্ভব। যার জ্ঞান আছে পৃথিবীত তার হাতের মধ্যে। এই জ্ঞান অর্জনের জন্যই এখানে যে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা প্রত্যেকেই শিক্ষার উপরে গুরুত্ব দিয়ে আসছি। একটি প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা আমাদের শিক্ষার্থীদের, বাচ্চাদের মনের দরজাটা খুলে দিতে পারে কিন্তুু সেই শিক্ষার্থীকে দরজাতে প্রবেশ করে জ্ঞান অর্জন করতে হবে।

শিক্ষকরা কিন্তু জ্ঞানকে শিক্ষার্থীদের মাথায় ঢুকিয়ে দিতে পারবে না। শিক্ষার্থীদের নিজেদের থেকেও চেষ্টা করতে হবে।হানিফ আরো বলেন, আমরা সব সময় বাচ্চাদেরকে জিপিএ-৫ পাওয়ার জন্য বেশি বেশি চাপ দিয়ে থাকি এবং বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে এরকম একটি অতিরিক্ত চাপ দিয়ে থাকি এবং মানুষিকভাবে তাদেরকে ওইভাবে প্রস্তুুত করা সর্বোচ্চ চেষ্টাতে রাখা হয়। কারন সেযেনো ভালো করে পড়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়, হলে বাড়ি গাড়ি হবে ভালোভাবে জীবন-যাপন করতে পারবে, কিন্তু একটা মানুষের ক্ষেত্রে শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার জীবনে সবটুকু নই। এটা হয়তো আমরা অনেক সময় আমাদের মনের অজান্তে বাচ্চাদের দূরে সরিয়ে রাখি। একটি শিশুর প্রথম পাঠশালা হচ্ছে তার বাড়ি, তার ঘর। প্রথম শিক্ষক হচ্ছে তার মা এবং তার বাবা। একটি বাচ্চার মানুষ হিসাবে তাকে গড়ে তোলার জন্য মা এবং বাবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। স্কুলের শিক্ষকরা শিক্ষার্থীর মনের দরজা খুলে দেয় কিন্তুু বাচ্চাদের নীতি-নৈতিকতা পূর্ণভাবে তৈরি করার ভূমিকা থাকে তার মায়ের, তার বাবার, তার পরিবারের। আমরা মা বাবারা যখন জিপিএ ৫ এর দিকে দৌড়ায়, অনেক সময় বাচ্চাদেরকে অবশ্যই সে লক্ষ্য পৌঁছাতে হবে সেজন্য অতিরিক্ত চাপ দিয়ে থাকি। আজকে আপনারা দেখেন আমাদের সমাজটি ভয়ংকর একটা খারাপের দিকে চলে যাচ্ছে। মানুষের মধ্যে পরস্পরের মধ্যে আস্থা নেই, নিষ্ঠা নেই, সম্মান বোধ নেই, শ্রদ্ধা নেই, সবকিছু আমার কাছে একটা দুর্ভিক্ষ মনে হয়।এডুকেয়ার আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের স্মার্ট ভবন উদ্বোধনে আরো উপস্থিত ছিলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী,অভিভাবকবৃন্দ, বিভিন্ন শাখার শিক্ষক-শিক্ষিকারা ও গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানের আয়োজন করেন এডুকেয়ার আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। উক্ত মানোন্নয়ন সমাবেশ অনুষ্ঠানের সভাপতির সংক্ষিপ্ত বক্তব্য শেষে সমাপ্তি ঘোষনা করা হয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT